Lionel Messi in Kolkata

ভারত সফরের স্মৃতিচারণা থেকে যুবভারতীকে বাদ দিয়ে দিলেন মেসি! লিখলেন হায়দরাবাদ মুম্বই, দিল্লির কথা, দিলেন ছবিও

কলকাতা ও যুবভারতী দিয়েই ভারত সফর শুরু হয়েছিল লিয়োনেল মেসির। কিন্তু যুবভারতীর বিশৃঙ্খলায় তিনি কতটা বিরক্ত হয়েছেন, তা বুঝিয়ে দিলেন মেসি নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩২
football

যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে ইস্তফা দেওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি: পিটিআই।

ভিডিয়োয় সকলের আগে থাকতে পারত যুবভারতী। সকলের আগে থাকতে পারত যুবভারতীতে মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা। কিন্তু তা হল না। যুবভারতী যে লিয়োনেল মেসির হৃদয়ে জায়গা করতে পারেনি, তা নিজেই বুঝিয়ে দিলেন তিনি। ভারত সফরের একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সেখানে মুম্বই, হায়দরাবাদ, দিল্লি সব রাজ্যের অনুষ্ঠান জায়গা করে নিলেও জায়গা পায়নি শুধুমাত্র যুবভারতী।

Advertisement

মেসি যে ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে কলকাতার একটি ঘটনাই শুধু রয়েছে। তা হল তাঁর মূর্তি উন্মোচন। কিন্তু যুবভারতীর অনুষ্ঠানের কোনও ঝলকই দেখানো হয়নি। পুরোটা জুড়ে হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির অনুষ্ঠান। রয়েছে হায়দরাবাদের মাঠে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে তাঁর ফুটবল খেলার ভিডিয়ো। ছোটদের সঙ্গে তাঁর ফুটবল খেলা, গ্যালারিতে বল পাঠানো, দর্শকদের দিকে হাত নাড়ার ভিডিয়োও রয়েছে।

আবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর কথা বলার মুহূর্ত জায়গা পেয়েছে ভিডিয়োতে। সেখানেও ছোটদের সঙ্গে খেলা, দর্শকদের মাতানোর মুহূর্ত রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ছোট ছোট ঘটনাও মেসির ভিডিয়োতে রয়েছে। সব জায়গায় হাসিমুখে দেখা গিয়েছে মেসি, লুইস সুয়ারেজ় ও রগ্রিগো ডি’পলকে। শুধু মাঠের মুহূর্ত নয়, মাঠের বাইরেও যে যে অনুষ্ঠানে মেসি যোগ দিয়েছিলেন তার মুহূর্তও রয়েছে ভিডিয়োতে। মুম্বইয়ের ব্রেবোর্নে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডল কাপ’-এ যোগ দেওয়ার মূহূর্ত বা সেখানে করিনা কপূর খানের সঙ্গে ছবি তোলার মুহূর্তও রয়েছে ভিডিয়োতে।

কলকাতাতে এসেও অনেক খ্যাতনামীর সঙ্গে দেখা হয়েছিল মেসির। যুবভারতীতে তাঁর পাশে সর্ব ক্ষণ দেখা গিয়েছিল অরূপ বিশ্বাসকে। তাঁরা মেসির ভিডিয়োয় জায়গা পাননি। তবে রয়েছেন সঞ্জীব গোয়েন্‌কা, পার্থ জিন্দলের মতো শিল্পপতিরা। যুবভারতী জায়গা না পেলেও মেসি ভিডিয়োর যে ক্যাপশন দিয়েছেন, সেখানে কলকাতার উল্লেখ রয়েছে। মেসি লিখেছেন, “নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছি। যে আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করছি, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।” অর্থাৎ, কলকাতা মেসির ক্যাপশন ও ভিডিয়োয় অল্প জায়গা পেলেও যুবভারতী পুরোপুরিই বাদ থেকেছে। এই সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হলেও তাঁর নামও ক্যাপশনে লিখেছেন মেসি।

শুধু ভিডিয়ো দিয়েই ক্ষান্ত থাকেননি মেসি, ভারত ও ভারতবাসীর উদ্দেশে বার্তাও দিয়েছেন। তাঁর ভারত সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন লিয়ো। মেসি বলেছেন, “গত কয়েক দিন ধরে যে ভালবাসা পেয়েছি তার জন্য সবার আগে ভারতকে ধন্যবাদ। এক দুর্দান্ত অভিজ্ঞতা হল। এই সফর খুব অল্প সময়ের ছিল। কিন্তু যে ভালবাসা পেয়েছি তাতে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে।” ভারত থেকে যে ভালবাসা পেয়েছেন, তা নিয়েই ফিরছেন মেসি। তিনি বলেছেন, “জানতাম ভালবাসা পাব, কিন্তু কতটা সেই আন্দাজ ছিল না। সকলে পাগলের মতো ভালবেসেছেন। এই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছি। আশা করছি, এক দিন আমরা ভারতে খেলব। তবে খেলতে না পারলেও ভারতে আসবই। সকলকে ধন্যবাদ।”

গত শনিবার মেসির অনুষ্ঠানের অনেক আগে থেকেই গ্যালারি ভরে গিয়েছিল। দর্শকেরা অপেক্ষা করছিলেন প্রিয় তারকাকে দেখার জন্য। মেসি সেখানে পৌঁছোনোর পরেই তাঁকে ঘিরে ধরেন অনেকে। ছবি তোলার চেষ্টা করেন। মেসির নিরাপত্তারক্ষীরাও সেখানে ছিলেন। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। দর্শকদের অভিযোগ, তাঁরা মেসিকে দেখতেই পাননি। মাত্র ২২ মিনিটের মধ্যে মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তার পরেই শুরু হয় ভাঙচুর। গ্যালারি থেকে চেয়ার ও বোতল ছোঁড়া হয় মাঠে। গেট ভেঙে প্রচুর দর্শক মাঠে নেমে পড়েন। যুবভারতীর গ্যালারি ও শৌচাগারে ভাঙচুর চলে। এই ঘটনার পরেই তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার করা হয়েছে শতদ্রুকে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ। এই ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক তরজাও।

Advertisement
আরও পড়ুন