Betting App Scandal

৮ ঘণ্টা ধরে ধাওয়ানকে জেরা ইডির, অবৈধ বেটিং অ্যাপ তদন্তে কী কী জানতে চাওয়া হল ভারতীয় ক্রিকেটারের কাছে?

একটি অবৈধ বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুরেশ রায়নার পর শিখর ধাওয়ানকে তলব করেছিল ইডি। তদন্তে সাহায্য করতে বৃহস্পতিবার ধাওয়ান তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২২
picture of Shikhar Dhawan

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার অভিযোগে শিখর ধাওয়ানকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো দিল্লিতে ইডির দফতরে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করেছেন তদন্তকারীরা।

Advertisement

একটি অবৈধ বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুরেশ রায়নার পর ধাওয়ানকে তলব করেছিল ইডি। তদন্তে সাহায্য করতে ধাওয়ান তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টার সময় ইডি দফতরে পৌঁছোন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। সেখান থেকে সন্ধে ৭টার সময় বেরিয়ে যান ধাওয়ান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ধাওয়ানের বয়ান নথিবদ্ধ করেছেন ইডির তদন্তকারীরা। অভিযুক্ত সংস্থার সঙ্গে ধাওয়ানের আর্থিক লেনদেনের নথিও খতিয়ে দেখা হয়েছে। ৩৯ বছরের ক্রিকেটার অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

জানা গিয়েছে, তদন্তের স্বার্থে আরও কয়েক জনকে জেরা করতে পারে ইডি। তালিকায় রয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অভিনেতা সনু সুদ এবং উর্বশী রৌতেলা। সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরুপ রোধী আইন-সহ বেশ কিছু আইনভঙ্গের অভিযোগ রয়েছে। সে সবেরই তদন্ত করছে ইডি। সংস্থাটির প্রলোভনে প্রভাবিত হয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন