IPL 2025

ধোনিদের ব্যর্থতার নাকি একটিই কারণ! কিসের কথা বললেন চেন্নাই কোচ ফ্লেমিং?

চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার জন্য ক্রিকেটারদের দোষ দিচ্ছেন না কোচ স্টিফেন ফ্লেমিং। কর্তৃপক্ষের ভুল পরিকল্পনার মাসুল দলকে দিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:১৮
Picture of Stephen Fleming

স্টিফেন ফ্লেমিং। ছবি: বিসিসিআই।

হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের হাত থেকে নেতৃত্ব এখন মহেন্দ্র সিংহ ধোনির হাতে। তাতেও বদলাচ্ছে না ফল। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর এ বারের আইপিএলে চেন্নাইয়ের ভাল ফল করার সম্ভাবনা এক রকম শেষ। সমস্যা কোথায়? ন’টি ম্যাচ হয়ে যাওয়ার পর দলের রোগ ধরেছেন কোচ স্টিফেন ফ্লেমিং।

Advertisement

শুক্রবার ম্যাচের পর ফ্লেমিং সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের পরিকল্পনাতেই গলদ ছিল। ভুল পরিকল্পনার মাসুল গুনতে হচ্ছে। চেন্নাই কোচ বলেছেন, ‘‘কেন এ রকম হল বলা কঠিন। আমরা খেলার ধরন নিয়েও অনেক আলোচনা করেছি। আমরা দীর্ঘ দিন ধরে বেশ কয়েক জন স্থায়ী ক্রিকেটারকে পেয়েছি। তাদের জন্যই দলের পারফরম্যান্স ভাল হত। এ বারের দলে নতুন খেলোয়াড় অনেক। নিলামে অন্য দলগুলো তাদের পরিকল্পনা মতো দল তৈরি করতে পেরেছে। আমরা পারিনি। এই ব্যর্থতায় দায় আমাদেরই নিতে হবে। নিলামে আমরা আরও ভাল খেলোয়াড় নিতে পারতাম। কিন্তু আমরা পারিনি। এটা অজুহাত নয়। তবে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ।’’

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফ্লেমিংয়ের বক্তব্য চোট আঘাতও তাঁদের দলকে ভুগিয়েছে। অধিনায়ক রুতুরাজ-সহ একাধিক ক্রিকেটারের চোট আঘাত সমস্যায় ফেলেছে দলকে। কয়েক জনের ফর্মে না থাকাও অন্যতম বড় কারণ বলে মনে করেন চেন্নাই কোচ।

Advertisement
আরও পড়ুন