IPL 2025

বাকি আইপিএল আয়োজন করতে এগিয়ে এল ইংল্যান্ড, কী করবে ভারতীয় বোর্ড?

মাঝপথে স্থগিত হয়ে যেতেই এগিয়ে এল ইংল্যান্ড। তারা জানিয়েছে, বাকি আইপিএল আয়োজন করতে ইচ্ছুক তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:০৭
IPL trophy

আইপিএলের সম্ভাব্য কেন্দ্র নিয়ে শুরু জল্পনা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএল যে দেশের বাইরে চলে যাবে, এমন কোনও সম্ভাবনা আপাতত একেবারেই নেই। কিন্তু প্রতিযোগিতা মাঝপথে স্থগিত হয়ে যেতেই এগিয়ে এল ইংল্যান্ড। তারা জানিয়েছে, বাকি আইপিএল আয়োজন করতে ইচ্ছুক তারা। ভারতীয় বোর্ড অবশ্য এই ব্যাপারে কিছু জানায়নি। ঘটনা হল, পাকিস্তানেও বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ। তারা নিজে থেকে চেয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতা হোক। কিন্তু আমিরশাহি সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ।

Advertisement

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হলে আইপিএলের বাকি ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে প্রস্তুত তারা। ইংল্যান্ড বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক ও ধারাভাষ্যকর মাইকেল ভন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘ভাবছিলাম আইপিএলের বাকি ম্যাচ ইংল্যান্ডে আয়োজন করা যায় কি না। আমাদের যথেষ্ট সংখ্যক মাঠ রয়েছে। ভারতীয় ক্রিকেটারেরা টেস্ট সিরিজ়ের জন্য থেকে যেতেও পারবেন।’’ ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন থেকে। সেখানে পাঁচটি টেস্ট খেলার কথা দুই দলের।

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে ভারতীয় বোর্ড শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। তার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখনও ১৭টি ম্যাচ বাকি। তার মধ্যে লিগ পর্বের ১৩টি, প্লে-অফের তিনটি এবং ফাইনাল ম্যাচ রয়েছে।

গত বৃহস্পতিবার পঠানকোটে পাকিস্তান আক্রমণ করে। তার পরেই ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। মাঠের বাতিস্তম্ভ নিবিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। পর দিনই আইপিএল এক সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন