India vs England 2025

শেষ দিন চাই ৩৫০, ভারতের বিরুদ্ধে টেস্ট জিততে হলে ২৪ বছরের রেকর্ড ভাঙতে হবে ইংল্যান্ডকে

টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ৩৫০ রান চাই ইংল্যান্ডের। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন জিততে হলে নজির গড়তে হবে ইংল্যান্ডকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:০৭
Ben Stokes

বেন স্টোকস। ছবি: পিটিআই।

জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৭১ রান। ইতিমধ্যেই ২১ রান করে ফেলেছে তারা। টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য তাই ৩৫০ রান চাই ইংল্যান্ডের। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন জিতলে ২৪ বছরের নজির ভাঙবে ইংল্যান্ড।

Advertisement

মঙ্গলবার যদি বেন স্টোকসেরা জেতেন, তা হলে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নজির তৈরি হবে। শেষ দিন সবচেয়ে বেশি ৩১১ রান তাড়া করে জেতার নজির আছে ইংল্যান্ডের। সেটিও হয়েছিল হেডিংলেতেই। ২০০১ সালে সে বার বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া।

শেষ দিন সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৪৮ সালে হেডিংলের এই মাঠেই রেকর্ড হয়েছিল। সে বার হেরে গিয়েছিল ইংল্যান্ড। ৭৭ বছর আগে তাদের বিরুদ্ধে ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।

টেস্টের পঞ্চম দিনে ৪০০-র উপর রান করার ঘটনা অতীতে আছে। ২০০১ সালে যেমন নিউ জ়িল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে গাব্বায় উঠেছিল ৪৫৯ রান। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে ৪৫৮ উঠেছিল পঞ্চম দিনে।

টেস্টে এক দিনে সবচেয়ে বেশি রান উঠেছিল ১৯৩৬ সালে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে উঠেছিল ৫৮৮ রান। ১৯২৪ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে উঠেছিল ৫২২ রান। ২০০২ সালে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনে কলম্বোর মাঠে উঠেছিল ৫০৯ রান।

ইংল্যান্ড এখন বাজ়বলে বিশ্বাসী। ফলে টেস্টের পঞ্চম দিনে ৩৫০ রান করার লক্ষ্য নিয়েই যে বেন স্টোকসেরা নামবেন, তা বলাই যায়। এখন দেখার বুমরাহ, সিরাজেরা ইংল্যান্ডের ১০ উইকেট তুলে ভারতকে জেতাতে পারেন কি না।

Advertisement
আরও পড়ুন