India VS England Test Series

ভাল মানুষ হয়ে থাকলে ভারতকে হারানো যাবে না, কোচ ম্যাকালাম বুঝিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে!

লর্ডসে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ়ে ২-১ এগিয়েছে ইংল্যান্ড। এই জয়ের নেপথ্যে রয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সে কথা ফাঁস করলেন ক্রিকেটার হ্যারি ব্রুক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৩:৪০
cricket

ব্রেন্ডন ম্যাকালাম। —ফাইল চিত্র।

লর্ডসে পাঁচ দিনের টেস্টের বেশির ভাগ সময়ে পিছিয়ে থাকার পরেও ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। ২২ রানে জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গিয়েছেন বেন স্টোকসেরা। লর্ডসে তাদের এই জয়ের নেপথ্যে রয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সে কথা ফাঁস করলেন ক্রিকেটার হ্যারি ব্রুক। পাশাপাশি তাঁদের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে মুখ খুলেছেন আর এক ক্রিকেটার ব্রাইডন কার্স।

Advertisement

লর্ডসে তৃতীয় দিন খেলার শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলির সঙ্গে বিবাদ হয় ভারতীয় ক্রিকেটারদের। সেই বিবাদের পর খেলা শেষে মাঠে দাঁড়িয়ে দলের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন ম্যাকালাম। ব্রুক বলেন, “ম্যাকালাম আমাদের বললেন, আর ভাল মানুষ হয়ে থাকলে চলবে না। এত দিন অনেক চুপ থেকেছি। এ বার ওদের সরাসরি জবাব দিতে হবে। মাঠে আগ্রাসন দেখাতে হবে। চতুর্থ দিন ওদের জবাব ভাল সুযোগ আমরা পাব।”

ব্রুক জানিয়েছেন, চতুর্থ দিন তাঁদের ইনিংস শেষ হওয়ার পর তাঁরা ঠিক করে নিয়েছিলেন লড়াই ছাড়বেন না। ১৯৩ রান কম হলেও ভারতকে সমস্যায় ফেলবেন। ম্যাকালামের কথা তাঁদের উদ্বুদ্ধ করেছিল। ব্রুক বলেন, “ম্যাকালামের কথায় সকলে উত্তেজিত ছিল। আমরা ওদের চোখে চোখ রেখে জবাব দিতে চাইছিলাম। সকলের শরীরী ভাষায় সেটা বোঝা যাচ্ছিল। শেষ দিনও একই আগ্রাসন নিয়ে আমরা খেলেছি। তাই ওরা ফিরতে পারেনি।”

কার্স আবার জানিয়েছেন, কী ভাবে নিজেদের খেলার ধরন তাঁরা বদলেছেন। ‘বাজ়বল’ থেকে সরেছিলেন তাঁরা। তবে পুরোটাই হয়েছিল একটা পরিকল্পনার মাধ্যমে। কার্স বলেন, “আমরা যে ধরনের ক্রিকেট খেলি, সেটা খেলিনি। কিছুটা বদলেছিলাম। তাতেও সফল হয়েছি। এর থেকেই প্রমাণ হয় পরিস্থিতির সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারি। পরিস্থিতিত অনুযায়ী নিজেদের বদলাতে পারি।”

ইংল্যান্ডের ক্রিকেটার জানিয়েছেন, পরের ধাপে উঠতে চান তাঁরা। সেই পথেই যাত্রা শুরু করেছেন। কার্স বলেন, “সিরিজ়ের শুরুতেই আমরা ঠিক করেছিলাম, দাপট দেখাতে হবে। পরের ধাপে উঠতে হবে। তার মানে এই নয় সব সময় এক ধরনেরই ক্রিকেট খেলতে হবে। খেলার ধরন বদলেও সেটা হয়। মানসিকতা বদলেও সেটা হয়। লর্ডসে সেটাই দেখা গিয়েছে। সেটাই আমাদের সবচেয়ে আনন্দ দিচ্ছে।”

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে আপাতত ২-১ এগিয়ে ইংল্যান্ড। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। এই মাঠে টেস্টে ভারত আজ পর্যন্ত একটা টেস্টও জেতেনি। ফলে ইংল্যান্ডের কাছে সুযোগ সিরিজ় জেতার। তার আগেই ইংরেজ ক্রিকেটারেরা বুঝিয়ে দিয়েছেন, সব রকম পরিস্থিতি, সব রকম চ্যালেঞ্জ সামলাতে তাঁরা তৈরি।

Advertisement
আরও পড়ুন