India vs England 2025

টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, কারা খেলবেন শুভমনদের বিরুদ্ধে?

চোটের জন্য প্রথম সারির একাধিক বোলারকে পাচ্ছে না ইংল্যান্ড। এই পরিস্থিতিতে শুভমন গিলের দলের চ্যালেঞ্জ সামলানোর জন্য ব্যাটিংয়ের উপর গুরুত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম, বেন স্টোকসেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:৫৩
picture of Ben Stokes

বেন স্টোকস। ছবি: এক্স (টুইটার)।

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। লিডসের ২২ গজে মুখোমুখি হবে দু’দল। যে কোনও সিরিজ়ের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। তবু কৌশল নিয়ে বিশেষ রাখঢাক রাখছে না ইংল্যান্ড শিবির। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিলেন বেন স্টোকসেরা।

Advertisement

ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে তেমন চমক নেই। হেডিংলেতে ইনিংস শুরু করবেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। তিন নম্বরে নামবেন অলি পোপ। গত বছর ফর্মে না থাকায় তিন নম্বর জায়গা হারিয়েছিলেন পোপ। নিউ জ়িল্যান্ডের বরুদ্ধে তাঁর জায়গায় খেলানো হয়েছিল জ্যাকব বেথেলকে। তবে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে সহ-অধিনায়কের উপরই আস্থা রাখছে ইংল্যান্ড শিবির। উল্লেখ্য, বেথেল আইপিএলে ব্যস্ত থাকায় গত মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টেও তিন নম্বরে ব্যাট করেছিলেন পোপ।

ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ চার নম্বরে খেলবেন অভিজ্ঞ জো রুট। পাঁচ নম্বরে থাকছেন হ্যারি ব্রুক। ছ’নম্বরে নামবেন অধিনায়ক স্টোকস। সাত নম্বরে দেখা যাবে উইকেটরক্ষক জেমি স্মিথকে।

ব্যাটিং অর্ডারের আট থেকে ১১ নম্বর পর্যন্ত রয়েছেন চার জন বিশেষজ্ঞ বোলার। তাঁদের মধ্যে স্পিনার এক জন। আট নম্বরে খেলবেন ক্রিস ওকস। নয় নম্বরে ব্যাট করবেন ব্রাইডন ক্রিজ। এই প্রথম দেশের মাঠে টেস্ট খেলবেন তিনি। ১০ নম্বরে রয়েছে জশ টঙ্গ। সকলের শেষে ব্যাট করবেন অফস্পিনার শোয়েব বশির। ওকস এবং ক্রিসের ব্যাটের হাত খারাপ নয়। তাঁরা দু’জনেই মূলত বোলিং অলরাউন্ডার। চোটের জন্য মার্ক উড, গ্যাস অ্যাকটিনসন, জফ্রা আর্চারের মতো বোলারদের অনুপস্থিতিতে ব্যাটিং শক্তিকে গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে ইংরেজরা।

প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন ক্রিজ, জশ টঙ্গ, শোয়েব বশির।

Advertisement
আরও পড়ুন