IPL 2025

আইপিএল শুরুর ছ’দিন আগে অক্ষরের সহকারীর নাম ঘোষণা, কে হলেন দিল্লির সহ-অধিনায়ক?

এ বারই দলে যোগ দেওয়া এক বিদেশি ক্রিকেটারকে সহ-অধিনায়ক হিসাবে বেছে নিল দিল্লি ক্যাপিটালস। যিনি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অক্ষর পটেলের থেকে অনেক বেশি অভিজ্ঞ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৬:৪৫
picture of Axar Patel

অক্ষর পটেল। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের নাম ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার অক্ষরের সহকারী হিসাবে ফ্যাফ ডুপ্লেসিকে বেছে নিলেন দিল্লি কর্তৃপক্ষ। গত তিন মরসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডুল্পেসি।

Advertisement

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটারকে গত নিলামে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। ৪০ বছরের ব্যাটারকেই সহ-অধিনায়ক হিসাবে বেছে নিলেন তাঁরা। সোমবার সমাজমাধ্যমে এই খবর জানানো হয়েছে। ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপারজায়ান্টসের মতো দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সাল পর্যন্ত ডুপ্লেসি ছিলেন মহেন্দ্র সিংহ ধোনির সতীর্থ। ২০২২ সালে তাঁকে কিনে নেয় বেঙ্গালুরু। তিন বছর বিরাট কোহলিদের নেতৃত্ব দেওয়া প্রোটিয়াকে এ বার রাখেননি বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আইপিএলে এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলে ৪৫৭১ রান করেছেন ডুপ্লেসি। তাঁর ব্যাটিং গড় ৩৫.৯৯। স্ট্রাইক রেট ১৩৬.৩৭।

এক বারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। তাই এ বার বেশ মরিয়া দেখাচ্ছে দিল্লি কর্তৃপক্ষকে। নিলামে তাঁরা লোকেশ রাহুলের মতো ব্যাটারকেও দলে নিয়েছেন। তিনিই দিল্লির অধিনায়ক হবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু রাহুল নিজেই সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে চেয়েছিলেন। তাই অক্ষরকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে কোচ করেছে দিল্লি। সহকারী কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে বিশ্বকাপজয়ী ম্যাথু মটকে। কেভিন পিটারসেনকে আনা হয়েছে মেন্টর হিসাবে। সহকারী কোচের তালিকায় রয়েছেন মুনাফ পটেল, বেনুগোপাল রাও, বিজয় ভরদ্বাজেরাও। সব মিলিয়ে দিল্লি এ বার নতুন ভাবে শুরু করতে চাইছে।

Advertisement
আরও পড়ুন