রোহিত শর্মা। —ফাইল চিত্র।
মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফি খেলতে জয়পুরে গিয়েছেন রোহিত শর্মা। সেখানে ভক্তদের ঘেরাওয়ের মধ্যে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে সাজঘরের দরজা পর্যন্ত পৌঁছে যান তাঁরা। এক নিরাপত্তাকর্মী এসে উদ্ধার করেন রোহিতকে।
মঙ্গলবার সোয়াই মান সিংহ স্টেডিয়ামে অনুশীলন শেষ করে সাজঘরে ফিরছিলেন রোহিত। সে সময় বেশ কয়েক জন অনুরাগী মাঠের মধ্যে রোহিতকে ঘিরে ধরেন। সই, নিজস্বীর অনুরোধ করেন। কিছুটা ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়। রোহিত কয়েক জনের অনুরোধ রেখে ভিড় কাটিয়ে সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু পিছু ছাড়েননি ভক্তেরা। ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে তাঁরাও রোহিতের পিছু পিছু পৌঁছে যান সাজঘরের দরজা পর্যন্ত। তখনও তাঁরা সই, নিজস্বীর অনুরোধ করে যাচ্ছিলেন।
সমর্থকদের একাংশের আচরণে কিছুটা বিরক্ত হন রোহিত। সমর্থকেরা অবশ্য সাজঘরে ঢুকতে পারেননি। সে সময় এক নিরাপত্তাকর্মী এসে তাঁদের পথ আটকান। রোহিতকে দেখে সে সময় বিরক্ত মনে হলেও সংযত ছিলেন। সাজঘর এবং সংলগ্ন জায়গায় কঠোর নিরাপত্তা থাকার কথা। সাধারণ ভক্তেরা কী করে সাজঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফির তিনটি ম্যাচ খেলবেন রোহিত। তার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলার জন্য ভারতীয় শিবিরে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে ভাল ফর্মে দেখা গিয়েছে তাঁকে। স্বাভাবিক ভাবেই জয়পুরে রোহিতকে ঘিরে উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।