Pakistan Football

পাক ক্রিকেটের অস্বস্তির মাঝে স্বস্তি ফুটবলে, আবার খেলতে পারবে পাকিস্তান

গত আট বছরে তিন বার নিলম্বিত করা হয়েছিল পাকিস্তানকে। গত মাসে কেন শাস্তি পেয়েছিল পাকিস্তান ফুটবল? অভিযোগ, ফিফার নির্দেশ মেনে সংস্থার সংবিধান সংশোধন করতে ব্যর্থ হয়েছিলেন পিএফএফ কর্তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১০:২৬
Pakistan Football

পাকিস্তান ফুটবল দল। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। ক্রিকেট মাঠে যখন লজ্জার মুখে পড়তে হচ্ছিল দেশকে, তখন ফুটবলে কিছুটা স্বস্তি পেল তারা। পাকিস্তানের ফুটবলকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল ফিফা। সেই সিদ্ধান্ত বদল করল তারা। পাকিস্তান ফুটবল সংস্থায় কিছু পরিবর্তন করার পরেই সিদ্ধান্ত বদল ফিফার। ৫ ফেব্রুয়ারি নিলম্বিত করা হয়েছিল পাক ফুটবল সংস্থাকে (পিএফএফ)।

Advertisement

গত আট বছরে তিন বার নিলম্বিত করা হয়েছিল পাকিস্তানকে। গত মাসে কেন শাস্তি পেয়েছিল পাকিস্তান ফুটবল? অভিযোগ, ফিফার নির্দেশ মেনে সংস্থার সংবিধান সংশোধন করতে ব্যর্থ হয়েছিলেন পিএফএফ কর্তারা। সে জন্যই এ বারের শাস্তি। নির্দেশ না মানায় পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর ক্ষুব্ধ ছিল ফিফা। শাস্তির সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছিল, ‘‘পিএফএফ তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। ফিফার নির্দেশ মেনে চললে গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করা যেত। তাই পাকিস্তানকে অবিলম্বে নিলম্বিত করা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কাজকর্মেও রাশ টানা হবে। ‘ফিফা এবং এএফসির সংশোধিত সংবিধানের প্রস্তাব পিএফএফ কংগ্রেস মেনে নিলে শাস্তি প্রত্যাহার করা হবে।’’ পিএফএফ কংগ্রেস সংবিধান সংশোধন করতেই ফিফা শাস্তি প্রত্যাহার করল।

শাস্তি উঠে যাওয়ায় এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে পাকিস্তান। ফিফার কাছ থেকে অনুদান এবং সহায়তা পেতেও কোনও বাধা রইল না।

Advertisement
আরও পড়ুন