Sunil Gavaskar

কথা রেখেছেন গাওস্কর, প্রতি মাসে আর্থিক সাহায্য কাম্বলিকে, কত টাকা দেবেন সানি?

কাম্বলির আর্থিক সমস্যা রয়েছে। সেই কারণে তাঁকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন সুনীল গাওস্কর। সেই কথা রেখেছেন তিনি। কাম্বলির জন্য বিশেষ ব্যবস্থা করলেন গাওস্কর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৩:৫৬
Sunil Gavaskar and Vinod Kambli

(বাঁ দিকে) সুনীল গাওস্কর। বিনোদ কাম্বলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

শারীরিক অসুস্থতায় ভুগছেন বিনোদ কাম্বলি। এই বছরের শুরুতে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। কাম্বলির আর্থিক সমস্যাও রয়েছে। সেই কারণে তাঁকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন সুনীল গাওস্কর। সেই কথা রেখেছেন তিনি। কাম্বলির জন্য বিশেষ ব্যবস্থা করলেন গাওস্কর।

Advertisement

‘টাইম্‌স অফ ইন্ডিয়া’ সূত্রে জানা গিয়েছে ‘চ্যাম্পস ফাউন্ডেশন’-এর মাধ্যমে কাম্বলিকে সাহায্য করার ব্যবস্থা করেছেন গাওস্কর। এই বছর এপ্রিল থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে পাবেন কাম্বলি। তা ছাড়াও বার্ষিক ৩০ হাজার টাকা পাবেন চিকিৎসার জন্য।

কাম্বলিকে নিজের ছেলের সঙ্গে তুলনা করেছিলেন গাওস্কর। তিনি বলেছিলেন, “১৯৮৩ সালে যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ক্রিকেটারেরা পরের প্রজন্মকে খুবই স্নেহ করে। আমার কাছে তো ওরা নাতির মতো। কেউ কেউ আমার ছেলের বয়সি। আমরা ওদের সকলের খেয়াল রাখি। বিশেষ করে যখন ভাগ্য ওদের সঙ্গ দেয় না। সাহায্য শব্দটা আমার পছন্দ নয়। আমাদের বিশ্বকাপজয়ী দল চায় ওদের খেয়াল রাখতে। আমরা কাম্বলির পাশে দাঁড়াতে চাই। কী ভাবে সেটা করা যায় দেখতে হবে। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই, যাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না।”

ভারতীয় দলের হয়ে খেলা কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তাঁর জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল। কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে। স্মৃতিশক্তি ক্ষয় হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের। এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক বিবেক দ্বিবেদী। গত বছর শেষের দিকে তিনি বলেছিলেন, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিকে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।”

Advertisement
আরও পড়ুন