Sunil Gavaskar on Indian Fielding

ফিল্ডিংয়ের জন্য কাউকে পদক দেওয়ার দরকার নেই! জাডেজাদের দেখে হতাশ গাওস্কর

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ফিল্ডিং দেখে হতাশ সুনীল গাওস্কর। তাঁর মতে, এই ম্যাচের পর কাউকে ফিল্ডিংয়ের পুরস্কার দেওয়া উচিত নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:১৮
cricket

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

হেডিংলেতে হতাশ করেছে ভারতের ফিল্ডিং। দ্বিতীয় দিন তিনটে ক্যাচ পড়েছে। সেই ক্যাচগুলো ভারতের ফিল্ডারেরা ধরতে পারলে পরিস্থিতি অন্য রকম হত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ফিল্ডিং দেখে হতাশ সুনীল গাওস্কর। তাঁর মতে, এই ম্যাচের পর কাউকে ফিল্ডিংয়ের পুরস্কার দেওয়া উচিত নয়।

Advertisement

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন গাওস্কর। তিনি বলেন, “আমার মনে হয় না, এই টেস্টের পর কোনও পদক দেওয়া হবে। টি দিলীপ (ভারতের ফিল্ডিং কোচ) প্রতিটা ম্যাচের পর পদক দেয়। কিন্তু এই ম্যাচে ভারতের ফিল্ডিং হতাশ করেছে। যশস্বী, জাডেজা ভারতের সেরা ফিল্ডার। কিন্তু ওরা ক্যাচ ধরতে পারছে না। তার খেসারত ভারতকে দিতে হয়েছে।”

দিলীপ ভারতের ফিল্ডিং কোচ হয়ে আসার পর থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। প্রতিটা ম্যাচের পর সেরা ফিল্ডারকে একটা পদক দেওয়া হয়। এই পুরস্কারের জন্য ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা চলে। কিন্তু গাওস্করের মতে, হেডিংলেতে ভারত যে রকম ফিল্ডিং করেছে তাতে এই পুরস্কারের যোগ্য নন কেউ।

দ্বিতীয় দিন তিনটে ক্যাচ ছেড়েছে ভারত। তার মধ্যে যশস্বী একাই দুটো ছাড়েন। এক বার বেন ডাকেট ও এক বার ওলি পোপের ক্যাচ ছাড়েন তিনি। জাডেজাও ডাকেটের ক্যাচ ছাড়েন। সুযোগ কাজে লাগান ইংল্যান্ডের দুই ব্যাটার। ডাকেট করেন ৬২ রান। পোপ শতরান করেন। এই থেকেই বোঝা যাচ্ছে, ক্যাচগুলো ধরতে পারলে টেস্টের ছবিটা বদলে যেত। সেই কারণেই হতাশ গাওস্কর।

ভারতের ফিল্ডিংয়ে হতাশ ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, “ফস্কানো ক্যাচ এবং নো-বল নিয়ে আমরা নিঃসন্দেহে হতাশ। সাধারণত আমরা ফিল্ডিংয়ের ব্যাপারে তীক্ষ্ণ। তবে সাপোর্ট স্টাফ এবং দল হিসাবে একটা দুর্ভাগ্যজনক দিন গিয়েছে আমাদের। এমনিতে আমরা ভালই বল করেছি। দু’-একটা ওভার খারাপ গিয়েছে। উইকেটে এখনও কিছু রয়েছে। আমরা সেটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছি।”

Advertisement
আরও পড়ুন