Team India

২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে দেখছেন না গাওস্কর, অবাক নন কোহলির অবসরের সিদ্ধান্তেও

এক দিনের বিশ্বকাপ এখনও দু’বছর বাকি। সেই সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। কোহলির হবে ৩৮ বছর। তাঁরা খেলবেন কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১০:১৮
Virat Kohli and Rohit Sharma

বিরাট কোহলি এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও বিরাট কোহলি এক দিনের ক্রিকেট খেলবেন। রোহিত শর্মাও শুধু এক দিনের ক্রিকেট থেকেই অবসর নেননি। এমন অবস্থায় মনে করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ খেলার জন্যই তাঁরা দু’জনে এখনও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সুনীল গাওস্কর তা মনে করছেন না।

Advertisement

এক দিনের বিশ্বকাপ এখনও দু’বছর বাকি। পাঁচ দিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তাঁরা দু’জনে একসঙ্গেই সেই ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এই বছর মার্চে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এক দিনের ক্রিকেটে তাঁদের থামানো খুব কঠিন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাঁদের দেখছেন না গাওস্কর।

ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর বলেন, “এক দিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকেরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, ওরা তখন কি খেলতে পারবে? নির্বাচকদের সেটাই বুঝতে হবে। যদি নির্বাচকেরা ভাবেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় না ওরা খেলবে। তবে আগামী বছর যদি দুর্দান্ত ফর্মে থাকে, একের পর এক শতরান করতে থাকে, তা হলে ঈশ্বরও ওদের দলের বাইরে রাখতে পারবে না।”

২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। কোহলির হবে ৩৮ বছর। রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে। আইপিএলে তিনি শুধু ব্যাট করছেন। কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না উঠলেও শুরুর দিকে ইনিংস ধরতে তাঁর সমস্যা হচ্ছে।

কোহলির হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্তে যদিও অবাক হননি গাওস্কর। তিনি বলেন, “এক জন খেলবে কি খেলবে না, সেটা নির্ভর করে সম্পূর্ণ তার উপর। তবে আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তার পর বড় পরিবর্তন হতই। তাই ওর নেওয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।”

Advertisement
আরও পড়ুন