R Ashwin's Request to Rishabh Pant

‘শতরানের পর দয়া করে ডিগবাজি খেতে যেয়ো না!’ পন্থের কাছে কেন এমন অনুরোধ করলেন অশ্বিন

হেডিংলেতে প্রথম ইনিংসে শতরানের পর ডিগবাজি খেয়ে উল্লাস করেছিলেন ঋষভ পন্থ। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অনুরোধ করেছেন, তিনি যেন আর ডিগবাজি না খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২২:৫৬
cricket

হেডিংলেতে প্রথম ইনিংসে শতরানের পর পন্থের ডিগবাজি। এটাই না করার অনুরোধ করেছেন অশ্বিন। ছবি: পিটিআই।

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে ভারত প্রথম টেস্ট হারলেও নজর কেড়েছেন ঋষভ পন্থ। দুই ইনিংসেই শতরান করেছেন তিনি। প্রথম ইনিংসে শতরানের পর মাঠে ডিগবাজি খেয়ে উল্লাস করেছেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পন্থের কাছে অনুরোধ করেছেন, তিনি যেন আর ডিগবাজি না খান।

Advertisement

নিজের ইউটিউব ভিডিয়োয় এই অনুরোধ করেছেন অশ্বিন। তাঁর মতে, টেস্টে দীর্ঘ ইনিংস খেলার পর শরীর ক্লান্ত থাকে। সেই সময় ডিগবাজি খেতে গেলে চোট লাগার আশঙ্কা থাকে। তিনি বলেন, “ঋষভের কাছে আমার একটাই অনুরোধ। শতরানের পর দয়া করে ডিগবাজি খেতে যেয়ো না। টেস্টে শরীর ক্লান্ত থাকে। এটা আইপিএল নয় যে ৫০-৬০টা বল খেলতে হয়।” ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন পন্থ। সেখান থেকে সুস্থ হয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। এই পরিস্থিতিতে যাতে কোনও ভাবে তাঁর চোট না লাগে সে দিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অশ্বিন।

শতরানের পর অনেকেই জবাব দেওয়ার ভঙ্গিতে অনেক রকম উল্লাস করেন। অশ্বিনের মতে, পন্থের কাউকে জবাব দেওয়ার কিছু নেই। তাই তাঁর এ ভাবে উল্লাস করা উচিত নয়। তিনি বলেন, “ঋষভ ভারতের ব্যাটিং আক্রমণে গুরুত্বপূর্ণ নাম। ও দলের সহ-অধিনায়ক। ওর কারও কাছে নিজেকে প্রমাণ করার বা কাউকে জবাব দেওয়ার কিছু নেই। তাই এ ভাবে উল্লাসেরও কোনও মানে নেই।”

আইপিএলের গত মরসুমে পন্থের ব্যাটে রান ছিল না। গ্রুপের শেষ ম্যাচে শতরান করে ডিগবাজি খেয়েছিলেন তিনি। তার আগের আড়াই মাস ধরে যে সমালোচনা তাঁর হয়েছিল, তারই জবাব দিয়েছিলেন তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে ফিরেই রানে পন্থ। জোড়া শতরান করে সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। ভারতের উইকেটরক্ষকদের মধ্যে টেস্টে শতরানের নিরিখে সকলের উপরে তিনি। ছাপিয়ে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে।

প্রথম ইনিংসে শতরানের পর ডিগবাজি খেয়েছিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসেও শতরানের পর সুনীল গাওস্কর হাত নেড়ে তাঁকে ডিগবাজি দেওয়ার অনুরোধ করেন। কিন্তু পন্থ তা শোনেননি। দেখে মনে হচ্ছিল ক্লান্ত তিনি। ইশারায় বলেন, অন্য কোনও সময় দেবেন। পন্থকে সেটা করতেই নিষেধ করলেন অশ্বিন। তাঁর কথায় স্পষ্ট, সেরা ফর্মের পন্থকে গোটা সিরিজ়ে সুস্থ অবস্থায় দেখতে চান তিনি। উল্লাস করতে গিয়ে তিনি চোট পান, সেটা চান না অশ্বিন।

Advertisement
আরও পড়ুন