Mohammed Shami on India Loss

ইংল্যান্ডের কাছে হারায় চার জনকে একহাত শামির, পরের টেস্টে কী করতে হবে বলে দিলেন সুযোগ না পাওয়া পেসার

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারায় জসপ্রীত বুমরাহ বাদে দলের বাকি পেসারদের উপর ক্ষুদ্ধ মহম্মদ শামি। পাশাপাশি দলের ক্যাচ ফস্কানোকেও দায়ী করেছেন ভারতীয় পেসার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২২:১০
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরেছে ভারত। চতুর্থ ইনিংসে ৩৭১ রান বাঁচাতে পারেনি তারা। এই হারের পর জসপ্রীত বুমরাহ বাদে দলের বাকি পেসারদের উপর ক্ষুদ্ধ মহম্মদ শামি। পাশাপাশি দলের ক্যাচ ফস্কানোকেও দায়ী করেছেন ভারতীয় পেসার। তাঁর মতে, সহজে এই ম্যাচ জিততে পারত ভারত। কিন্তু কয়েকটা ভুলের খেসারত দিতে হল দলকে।

Advertisement

ইংল্যান্ড সিরিজ়ের দলে সুযোগ পাননি শামি। তাঁর ফিটনেস দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। অথচ, প্রথম টেস্টে বুমরাহ বাদে বাকি পেসারেরা এমন কিছুই করতে পারেননি। পাশাপাশি ম্যাচে সাতটি ক্যাচ ফেলেছে ভারত। যশস্বী জয়সওয়াল একাই চারটি ক্যাচ ফস্কেছেন। এই ভুলগুলোকেই তুলে ধরেছেন শামি। বুমরা ছাড়া বাকি তিন পেসার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর এবং ফিল্ডার যশস্বীর সমালোচনা করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের হারের কারণ বিশ্লেষণ করেছেন শামি। সেখানে তিনি বলেন, “আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি। এই পর্যায়ে এ ভাবে ক্যাচ ছাড়া যায় না। ক্যাচ ছাড়ায় ও ফিল্ডিং খারাপ করায় খেলা আমাদের হাত থেকে বেরিয়ে দিয়েছে। বাকি বোলারদের বুমরাহের কাছ থেকে শিখতে হবে। একসঙ্গে বসে পরিকল্পনা করতে হবে। বাকিরা বুমরাহকে সাহায্য করতে পারলে আমরা সহজেই এই ম্যাচ জিততে পারতাম।”

প্রথম ইনিংসে একাই ৫ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে তিনি উইকেট না পাওয়ায় ভারতের বোলিং নির্বিষ হয়ে যায়। পরের দিকে ইংল্যান্ডের উইকেট পড়লেও তত ক্ষণে খেলা ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। শামিও তেমনটাই মনে করেন। তিনি বলেন, “প্রথম টেস্টের কথা বললে বলতে হবে, বোলিংয়ে ভারতকে আরও পরিশ্রম করতে হবে। শার্দূল ও প্রসিদ্ধ দ্বিতীয় ইনিংসে দুটো করে উইকেট নিয়েছে বটে, কিন্তু তত ক্ষণে খেলা ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। একা বুমরাহের উপর ভরসা করলে হবে না। ও একাই কী করবে?”

ইংল্যান্ডে সকলের নজর ছিল ভারতের ব্যাটিংয়ের দিকে। কিন্তু ব্যাটিং খারাপ হয়নি। প্রথম ইনিংসে ৪৭১ ও দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রান করেছে ভারত। ইংল্যান্ডের উইকেটে তা খারাপ নয়। শামি বলেন, “সকলে বলছিল, ব্যাটারেরা সমস্যায় পড়বে। কিন্তু ব্যাটিং ভাল হয়েছে। আমাদের বোলিং ও ফিল্ডিং নিয়ে ভাবতে হবে। বুমরাহকে সাহায্য করতে হবে। নতুন বলে উইকেট নেওয়া জরুরি। কিন্তু সেটা বুমরাহ ছাড়া কেউ করতে পারছে না। আমরা অনেক রান গলিয়েছি বলে ইংল্যান্ড জিতেছে। আমাদের বোলিং আরও ভাল করতে হবে।”

সবে প্রথম টেস্ট হয়েছে। এখনও চারটে টেস্ট বাকি। শামির মতে, ভারতের ফেরার সময় রয়েছে। তবে তার জন্য দ্রুত বোলারদের এক জায়গায় বসে পরিকল্পনা করতে হবে। তার পরে সেই পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। নইলে পরের টেস্টেও একই হাল হবে বলে মনে করেন তিনি।

Advertisement
আরও পড়ুন