Inzamam on Sunil Gavaskar

‘মুখ সামলে কথা বলুন!’ গাওস্করকে কেন নিশানা করলেন ইনজ়ামাম

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই লেগে গিয়েছে ভারত-পাকিস্তানের। সুনীল গাওস্করের একটি মন্তব্য ভাল ভাবে নেননি ইনজ়ামাম উল হক। তিনি পাল্টা দিয়েছেন গাওস্করকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৫:৫৩
cricket

(বাঁ দিকে) সুনীল গাওস্কর ও ইনজ়ামাম উল হক (ডান দিকে)। —ফাইল চিত্র।

আক্রমণ, পাল্টা আক্রমণের পালা থামছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই লেগে গিয়েছে ভারত-পাকিস্তানের। সুনীল গাওস্করের একটি মন্তব্য ভাল ভাবে নেননি ইনজ়ামাম উল হক। তিনি পাল্টা দিয়েছেন গাওস্করকে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সহজেই হারিয়েছে পাকিস্তানকে। সেই ম্যাচের পর গাওস্কর জানিয়েছিলেন, ভারতের বি দলও এখন পাকিস্তানকে হারিয়ে দেবে। তিনি বলেন, “আমার মনে হয় ভারতের বি দলও পাকিস্তানকে হারিয়ে দেবে। সি দলের কথা আমি বলতে পারব না। কিন্তু ভারতের বি দলের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়বে পাকিস্তান। ওদের ক্রিকেটের এখন এতটাই খারাপ হাল।”

গাওস্করের এই মন্তব্যই ভাল ভাবে নেননি ইনজ়ামাম। সেখানকার একটি চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “গাওস্করজির পরিসংখ্যান দেখা উচিত। উনি অনেক সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার। ওঁকে আমরা সম্মান করি। ওঁর দল এখন ভাল খেলছে। উনি নিজের দলের প্রশংসা করতেই পারেন। কিন্তু অন্য কোনও দল, অন্য কোনও দেশকে নিয়ে বলার অধিকার ওঁকে কে দিয়েছে? মুখ সামলে কথা বলুন। এ রকম কঠোর ভাবে কিছু বলবেন না।”

আইসিসি ট্রফিতে ভারতের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বার বার সমস্যায় পড়েছে পাকিস্তান। সেই ছবি দেখা গিয়েছে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। প্রথমে ব্যাট করে ২৪০ রানে অল আউট হয়ে যান বাবর আজ়মেরা। সহজে সেই রান তাড়া করে জিতে যায় ভারত। শতরান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। ভারতের সব খেলা হচ্ছে দুবাইয়ে। সেই কারণে প্রতিযোগিতা শুরুর আগে থেকেই দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে কথার যুদ্ধ চলছে। ভারতের কাছে হারের পর থেকে তা আরও বেড়েছে। গাওস্করের পাল্টা দিয়ে সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ইনজ়ামাম।

Advertisement
আরও পড়ুন