Ishant Sharma And Ashutosh Sharma

মাঠে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন ইশান্ত, পাল্টা পেশির প্রদর্শন আশুতোষের, আইপিএলে ঝামেলা

আইপিএলে মাঠেই ঝামেলায় জড়ালেন দুই ক্রিকেটার। আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন ইশান্ত শর্মা। পাল্টা পেশির প্রদর্শন করলেন আশুতোষ শর্মা। এই ঘটনায় উত্তাপ ছড়ায় মাঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২০:৪৫
cricket

আশুতোষ শর্মার (বাঁ দিকে) দিকে আঙুল উঁচিয়ে রয়েছেন ইশান্ত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

অহমদাবাদের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেজাজ ধরে রাখতে পারলেন না দুই ক্রিকেটার। গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মাঠেই ঝামেলায় জড়ালেন তাঁরা। আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন গুজরাতের ইশান্ত শর্মা। পাল্টা পেশির প্রদর্শন করলেন দিল্লির আশুতোষ শর্মা। এই ঘটনায় উত্তাপ ছড়ায় মাঠে।

Advertisement

ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত। প্রথমে ব্যাট করছিল দিল্লি। ম্যাচের ১৯তম ওভারে বল করছিলেন ইশান্ত। সেই ওভার শেষ হওয়ার পর ইশান্তকে কিছু একটা বলেন আশুতোষ। তার পরেই ডান হাতের তর্জনী উঁচিয়ে তেড়ে যান ইশান্ত। তখন দেখা যায় আশুতোষ নিজের জার্সির হাতা গুটিয়ে পেশির প্রদর্শন করছেন। তাঁদের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে তা জানা যায়নি। দু’জনকে সামলান সতীর্থেরা। এই ঘটনায় উত্তাপ ছড়ায় মাঠে।

ম্যাচে তিন ওভার বল করেন ইশান্ত। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। আউট করেন ডোনোভান ফেরেইরাকে। আশুতোষও খারাপ খেলেননি। ১৯ বলে ৩৭ রান করেন তিনি। দু’টি চার ও তিনটি ছক্কা মারেন। ২০তম ওভারের পঞ্চম বলে সাই কিশোরের বলে আউট হন আশুতোষ। প্রথমে ব্যাট করে ২০৩ রান করে দিল্লি। চার বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে গুজরাত। গুজরাতের হয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন জস বাটলার।

এই ম্যাচে ক্রিকেটারদের সমস্যায় ফেলে অহমদাবাদের গরম। ব্যাটারদের পায়ে টান ধরছিল। ফিল্ডারেরাও সমস্যায় পড়েন। ইশান্ত তো পুরো ২০ ওভার মাঠে থাকতে পারেননি। ম্যাচের মাঝে মাঝে ক্রিকেটারদের বিশ্রাম নিতে দেখা যাচ্ছিল। তাঁদের শরীর ঠান্ডা রাখতে সাপোর্ট স্টাফদেরও অনেক পরিশ্রম করতে হয়। গরমে খেলা দেখতে সমস্যায় পড়েন দর্শকেরাও। তাঁদের জন্য অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করতে হয়েছিল গ্যালারিতে।

Advertisement
আরও পড়ুন