IPL 2025

ঠান্ডা মাথার নেহরাও রেগে আগুন, ম্যাচ জিতেও বোর্ডের থেকে শাস্তি পেলেন গুজরাতের কোচ

এমনিতে তিনি ঠান্ডা মাথার কোচ বলেই পরিচিত। তবে কিছু কিছু সময় মাথা গরমও হয়। মঙ্গলবার ছিল সে রকমই একটা দিন। মাথা গরম করে শাস্তি পেলেন গুজরাতের কোচ আশিস নেহরা। কী করেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৫:৫৮
cricket

গুজরাতের কোচ আশিস নেহরা। ছবি: পিটিআই।

এমনিতে তিনি ঠান্ডা মাথার কোচ বলেই পরিচিত। তবে কিছু কিছু সময় মাথা গরমও হয়। মঙ্গলবার ছিল সে রকমই একটা দিন। মাথা গরম করে শাস্তি পেলেন গুজরাতের কোচ আশিস নেহরা। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে বিসিসিআই।

Advertisement

বোর্ড জানিয়েছে, নেহরা শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন, যা ক্রিকেটের স্বার্থের বিরোধী। সে কারণেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি শাস্তি মেনে নিয়েছেন। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে নেহরাকে।

বোর্ডের তরফে ব্যাখ্যা না দেওয়া হলেও মনে করা হচ্ছে, আম্পায়ারদের সঙ্গে তর্ক করার কারণেই শাস্তি পেয়েছেন তিনি। বৃষ্টির কারণে বার বার ম্যাচ থামায় তিনি এমনিতেই বিরক্ত ছিলেন। তা আরও বাড়ে আম্পায়ারদের সিদ্ধান্তে।

দ্বিতীয় বার বৃষ্টি নামার পর থেমে গেলেও ম্যাচ শুরু হওয়ার সময় ক্রমশ পিছোতে থাকে। রাত ১২.০৯-এ শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে রাত ১২.২৫ করা হয়। শেষমেশ শুরু হয় ১২.৩০-এ। বৃষ্টি না পড়লেও কেন ম্যাচ শুরু করা হচ্ছে না, তা নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন নেহরা।

গুজরাত রান তাড়ার সময় শুরুর দিকেই ঝিরঝির বৃষ্টি পড়তে থাকে। তবু আম্পায়ারেরা খেলা চালিয়ে যাচ্ছিলেন। অধিনায়ক শুভমন গিল গিয়ে প্রতিবাদ করলেও লাভ হয়নি। পাওয়ার প্লে হওয়ার পরেই খেলা বন্ধ করেন আম্পায়ারেরা।

Advertisement
আরও পড়ুন