hardik pandya new look

মুম্বইয়ে চুলের রং কালো, দুবাইয়ে সোনালি! এশিয়া কাপ খেলতে গিয়ে ভোল বদলে ফেললেন হার্দিক

মুম্বই বিমানবন্দর থেকে দুবাইয়ের বিমান ধরার সময়েও তাঁর মাথায় কালো চুল দেখা গিয়েছিল। চিত্রগ্রাহকেরা সেই ছবি তুলেছিলেন। দুবাইয়ে গিয়ে বদলে গেল চুলের রং। স্টাইলেও এল বদল। কী করলেন হার্দিক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮
cricket

(বাঁ দিকে) হার্দিকের পুরনো রূপ। হার্দিকের নতুন রূপ (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

মুম্বই বিমানবন্দর থেকে দুবাইয়ের বিমান ধরার সময়েও তাঁর মাথায় কালো চুল দেখা গিয়েছিল। চিত্রগ্রাহকেরা সেই ছবি তুলেছিলেন। দুবাইয়ে গিয়ে বদলে গেল চুলের রং। স্টাইলেও এল বদল। এশিয়া কাপের আগে নিজেকে বদলে ফেললেন হার্দিক পাণ্ড্য। নিজেই নতুন রূপের ছবি পোস্ট করেছেন।

Advertisement

দুবাই যাওয়ার আগে হার্দিকের মাথায় ঘন কালো চুল ছিল। গালে চাপদাড়ি। সেই কালো চুলই সোনালি হয়ে গিয়েছে। কানের দু’পাশ থেকে কিছুটা অংশ অনেকটাই ছোট করে দিয়েছেন হার্দিক। সামনের এবং মাঝের দিকের চুলও কিছুটা ছোট করেছেন। অবিন্যস্ত চুল রেখে নতুন ‘স্টাইল স্টেটমেন্ট’-এর বার্তা দিয়েছেন অলরাউন্ডার। পিছনের দিকের চুলও কেটে ফেলেছেন অনেকটাই। সব মিলিয়ে, হার্দিকের রূপ পুরোপুরি বদলে গিয়েছে। সমাজমাধ্যমে নিজের চারটি ছবি দিয়ে হার্দিক লিখেছেন, “নতুন আমি।”

হার্দিক একাই নন, নতুন রূপে খেলতে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি অবশ্য দেশ ছাড়ার আগেই নিজের নতুন সাজ প্রকাশ্যে এনেছেন। মুম্বই বিমানবন্দরে যে সূর্যকে দেখা গিয়েছে, তাঁর দু’পাশের চুল ছোট করে কাটা। পিছন দিকের চুলও অনেকটাই কমিয়ে ফেলেছেন। দুবাইয়ের গরমে নিজেকে ঠান্ডা রাখতেই এমন চুলের ছাঁট বলে অনেকের ধারণা।

এ দিকে, এশিয়া কাপে নতুন একটি নজিরের সামনে দাঁড়িয়ে হার্দিক। আর ছ’টি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট হয়ে যাবে তাঁর। সঙ্গে রয়েছে ১০০০-এর উপর রান। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০-এর বেশি রান এবং ১০০ উইকেট থাকা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন তিনি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে এই নজির গড়বেন তিনি। বাংলাদেশের শাকিব আল হাসান এবং আফগানিস্তানের মহম্মদ নবির এই কৃতিত্ব রয়েছে।

Advertisement
আরও পড়ুন