Maharaja Yadavindra Singh Stadium

হরমনপ্রীতের নামে স্ট্যান্ড, কোন স্টেডিয়ামে, নিজেই জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের মতোই সম্মানিত হতে চলেছেন হরমনপ্রীত কৌর। ভারতের একটি স্টেডিয়ামের স্ট্যান্ডের নাম দেওয়া হবে বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:০৭
picture of cricket

বিশ্বকাপ হাতে হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

হরমনপ্রীত কৌরকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। মহিলাদের এক দিনের বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসাবে বিশেষ সম্মান দেওয়া হবে তাঁকে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক নিজেই জানিয়েছেন বিষয়টি।

Advertisement

মুল্লানপুরের নতুন মহারাজা যাদবিন্দ্র সিংহ স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হরমনপ্রীতের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের ক্রিকেট কর্তারা। শুক্রবার হরমনপ্রীত এক অনুষ্ঠানে বলেছেন, ‘‘পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিঠি পেয়েছি। জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড আমার নামে করা হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ছোট থেকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম। এত দিনে সেই স্বপ্নপূরণ হয়েছে। মহিলাদের ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জয় শাহকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রচুর সাহায্য করেছেন উনি। প্রিমিয়ার লিগ শুরুও মহিলা ক্রিকেটারদের অনেক সাহায্য করেছে।’’

হরমনপ্রীত বলতে চেয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মহিলাদের ক্রিকেটকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্যই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান এবং বিসিসিআইয়ের প্রাক্তন সচিবের ভূমিকাকে কৃতিত্ব দিতে চেয়েছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী হরমনপ্রীত।

কিছু দিন আগে বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড মিতালি রাজের নামে করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। তাঁদের মতোই সম্মানিত হচে চলেছেন হরমনপ্রীত। উল্লেখ্য, শুক্রবারের অনুষ্ঠানে হরমনপ্রীতের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন দুই অধিনায়কও।

Advertisement
আরও পড়ুন