Mohammed Azharuddin Controversy

সমস্যায় আজহারউদ্দিন! ভারতের প্রাক্তন অধিনায়কের নাম মুছে ফেলার নির্দেশ

আবার সমস্যায় মহম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদের স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১১:৩৫
cricket

মহম্মদ আজহারউদ্দিন। —ফাইল চিত্র।

মহম্মদ আজহারউদ্দিন মানেই বিতর্ক। আবার তা দেখা গেল। এ বার সমস্যায় পড়েছেন তিনি। হায়দরাবাদের স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে।

Advertisement

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজহারের নামে একটি স্ট্যান্ড রয়েছে। সেই স্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলার টিকিট থেকেও আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। ‘ক্রিকবাজ়’-এর একটি রিপোর্টে বলা হয়েছে, দ্রুত এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ও অম্বুডস্‌ম্যান বিচারপতি ভি ঈশ্বরাইয়া এই নির্দেশ দিয়েছেন। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি আজহারের বিরুদ্ধে অভিযোগ করেছিল লর্ডস ক্রিকেট ক্লাব। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অধীনে থাকা ২২৬ সদস্যের মধ্যে এই ক্লাব একটি। তার পরেই সব খতিয়ে দেখে নির্দেশ দিয়েছেন ঈশ্বরাইয়া।

রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন আজহারের নামে স্ট্যান্ড হয়েছিল, তখন তিনি সেই ক্রিকেট সংস্থার সভাপতি। যে বৈঠকে এই নামে সিলমোহর পড়েছিল, সেই বৈঠকেরও সভাপতিত্ব করেছিলেন আজহার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জোর করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন তিনি। এমনকি, টিকিটে যে তাঁর নাম থাকবে সেটিও তিনিই ঠিক করেছিলেন। ফলে তাঁর নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন