ICC T20 World Cup 2026

আইসিসিতে ভোটে হেরে আপত্তি ধোপে টিকল না বাংলাদেশের, বিশ্বকাপ খেলতে হবে ভারতেই, অন‍্যথায় বিকল্প দল তৈরি

আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজ়ুরকে বাদ দেওয়ার পর থেকে বিতর্কের শুরু। বাংলাদেশ জানিয়ে দিয়েছিল, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। শ্রীলঙ্কায় তাদের ম্যাচ দেওয়ার অনুরোধ করেছিল। রাজি হল না আইসিসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:১৬
ICC Chairman Jay Shah and Bangladesh Cricketer Mustafizur Rahman

আইসিসি চেয়ারম্যান জয় শাহ (বাঁ দিকে)। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

ধোপে টিকল না বাংলাদেশের দাবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সরকারি ভাবে জানিয়ে দিল, আগের সূচি মেনে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এ বার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। বুধবার আইসিসির বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

বুধবার সমাজমাধ্যমে আইসিসি জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী হবে। কোনও পরিবর্তন করা হবে না। বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতে দল না পাঠালে অন্য কোনও দেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ শুরুর আগে সূচি বদলের বিভিন্ন সমস্যা আবার ব্যাখ্যা করা হয়। বলা হয় সমীক্ষা অনুযায়ী, ভারতে গেলে বাংলাদেশ দলকে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে হবে না। বিসিবি কর্তা, বাংলাদেশের সমর্থক বা সাংবাদিকদেরও কোনও সমস্যা হবে না ভারতে। নিরাপত্তা নিয়ে কোনও বিশ্বাসযোগ্য হুমকি নেই। তা ছাড়া এ ভাবে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ তৈরি হবে। বলা হয়েছে, ‘‘আইসিসি সততা, বিশ্বাসের সঙ্গে কাজ করতে, ধারাবাহিক মান বজায় রাখতে এবং বিশ্বব্যাপী খেলার সামগ্রিক স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ ভারতের ঘরোয়া প্রতিযোগিতার (আইপিএল) সঙ্গে বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির বক্তব্য শোনার পরেও অনড় অবস্থান বজায় রাখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। শেষপর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। তাতে অধিকাংশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ফলে ম্যাচের কেন্দ্র বদল নিয়ে বিসিবির দাবি খারিজ হয়ে যায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। না হলে বিকল্প কোনও দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে।

এ দিনের ভার্চুয়াল বৈঠকে বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল। ছিলেন আইসিসির সভাপতি জয় শাহ, সিইও স‌ংযোগ গুপ্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জ়িম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউ জ়িল্যান্ডের পক্ষে রবার্ট টোয়েস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মহম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ যোগ দেন। বৈঠকে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, হেড অফ ইভেন্টস গৌরব সাক্সেনা এবং লিগ্যাল অফিসারেরা।

আইপিএল থেকে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দেওয়ার পর বিতর্ক শুরু হয়েছিল। বাংলাদেশ জানিয়ে দিয়েছিল, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল তারা। তাতে শুরু থেকেই রাজি হয়নি জয়ের আইসিসি। শেষ পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় থাকল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

বাংলাদেশ তাদের গ্রুপ বদলে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। বিশ্বকাপে তারা গ্রুপ সি-তে রয়েছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ়, ইটালি, ইংল্যান্ড ও নেপাল আছে। এই গ্রুপের খেলা কলকাতা এবং মুম্বইয়ে। বিসিবি প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশকে বি গ্রুপে সরিয়ে নিয়ে সেখান থেকে আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। কারণ, সি গ্রুপের সব খেলা শ্রীলঙ্কায় রয়েছে। কিন্তু আইসিসি শুরু থেকেই এই প্রস্তাব মানেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডও এতে রাজি হয়নি।

সমস্যা সমাধানে আইসিসি এবং বিসিবি বেশ কয়েক বার আলোচনায় বসেছিল। গত শনিবার ঢাকায় শেষ বারের জন্য বৈঠক হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ না খেললে ক্রমতালিকার ভিত্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। যদিও এ নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি আইসিসি।

Advertisement
আরও পড়ুন