Titas Sadhu

তিতাস-রাধার দাপটে প্রথম ম্যাচে জয় ভারত ‘এ’-র

টি-টোয়েন্টি সিরিজ়ে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার পরে এই প্রথম জয় পেল ভারত। দলকে জেতালেন বাংলার পেসার তিতাস সাধু ও বাঁ-হাতি স্পিনার রাধা যাদব।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০৭:৫০
তিতাস সাধু।

তিতাস সাধু। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া ‘এ’ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ জিতল ভারত ‘এ’। টি-টোয়েন্টি সিরিজ়ে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার পরে এই প্রথম জয় পেল ভারত। দলকে জেতালেন বাংলার পেসার তিতাস সাধু ও বাঁ-হাতি স্পিনার রাধা যাদব।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ দল ২১৪ রানে অলআউট হয়ে যায়। ৭.৫ ওভারে ৩৭ রান দিয়ে তিতাস নেন দুই উইকেট। ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন রাধা। মিনু মণিও পেয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নেন শবনম শাকিল ও তনুশ্রী সরকার।

২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত ‘এ’। ৭০ বলে ৫৯ রান করেন যস্তিকা ভাটিয়া। তিনিই ভারত ‘এ’ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩১ বলে ৩৬ রান শেফালি বর্মার। মেয়েদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপের আগে তাঁর ছন্দে ফেরা জরুরি। অস্ট্রেলিয়া সফরে বড় রান না পেলে বিশ্বকাপ দলে তাঁকে নাও নেওয়া হতে পারে। ৩১ রান বাংলার ধারা গুজ্জরের।

আরও পড়ুন