Shreyas Iyer

সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স, তাঁকে কবে দেশে ফেরাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তার পর থেকে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রেয়স। শনিবার তিনি ছাড়া পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১১:৩১
Picture of Shreyas Iyer

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

স্বস্তি। সিডনির হাসপাতাল থেকে শনিবার ছাড়া পেলেন শ্রেয়স আয়ার। এক দিনের দলের সহ-অধিনায়ককে দেশে ফেরানোর ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বাঁ দিকের পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স।

Advertisement

শ্রেয়স কবে দেশে ফিরবেন, তা এখনও ঠিক হয়নি। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরানোর ব্যবস্থা করবেন বোর্ড কর্তারা। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। দীর্ঘ বিমান সফর করার মতো সুস্থ হওয়ার পরই তাঁকে সিডনি থেকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। শ্রেয়সকে দ্রুত সুস্থ করে তোলার জন্য বিসিসিআই কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি।

গত ২৫ অক্টোবরের ম্যাচে চোট পাওয়ার পর মাঠ ছেড়েছিলেন শ্রেয়স। সাজঘরে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিয়ো ঝুঁকি না নিয়ে শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। সে দিন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রেয়স। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাঁকে আইসিইউয়ে রাখা হয়। তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতীয় দলের চিকিৎসকও সিডনিতে থেকে যান শ্রেয়সের জন্য। তাঁর প্লীহায় ক্ষত ধরা পড়ে। বিশেষ পদ্ধতিতে সেই ক্ষত ঠিক করা হয়। শ্রেয়স বিপন্মুক্ত হওয়ার পর এবং তাঁর শারীরিক অবস্থা পরিস্থিতি স্থিতিশীল হলে সাধারণ আইসিইউ থেকে বের করে আনা হয় তাঁকে।

বিসিসিআই প্রথম থেকে শ্রেয়সের চিকিৎসার সব ব্যবস্থা করেছে। দেশে উদ্বিগ্ন হয়ে পড়া শ্রেয়সের বাবা-মা এবং বোনকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্যোগ নেন বোর্ড কর্তারা। ভারত এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শ্রেয়সের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়। মনে করা হচ্ছে, দু’-তিন সপ্তাহ পর শ্রেয়স মাঠে ফিরতে পারবেন।

Advertisement
আরও পড়ুন