India Vs New Zealand

সূর্য-ঈশানের ঝড়ে পাকিস্তানের বিশ্বরেকর্ড ভাঙল ভারত, নিউ জ়িল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে হল একটি লজ্জার রেকর্ডও

শুক্রবার নিউ জ়িল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ভারত দল হিসাবে দু’টি রেকর্ড করেছে। ব্যক্তিগত একটি রেকর্ডও হয়েছে। তবে পাশাপাশি হয়েছে একটি লজ্জার নজিরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৫:০৪
picture of cricket

(বাঁ দিকে) ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

শুক্রবার রায়পুরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। ১৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছে গিয়েছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৮২ এবং ঈশান কিশন ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। একাধিক রেকর্ড এবং কীর্তি গড়েছে ভারত।

Advertisement

এক, এই নিয়ে ষষ্ঠবার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-র বেশি রান তাড়া করে জিতল ভারত। অস্ট্রেলিয়ার (৭ বার) পর যে কোনও দলের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

দুই, ২৮ বল বাকি থাকতে শুক্রবার জিতেছে ভারত। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি বল বাকি থাকতে ২০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতায় এটি রেকর্ড। ভেঙে দিয়েছে পাকিস্তানের রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪ বল বাকি থাকতে জিতেছিল পাকিস্তান।

তিন, ঈশান কিশণ ২১ বলে অর্ধশতরান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটারের এটিই দ্রুততম অর্ধশতরান।

চার, একটি লজ্জার রেকর্ডও করেছে ভারত। সেটি জোরে বোলার অর্শদীপ সিংহের। ম্যাচের প্রথম ওভারেই তিনি ১৮ রান দেন। টি-টোয়েন্টিতে ভারতীয় বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি।

Advertisement
আরও পড়ুন