Shubman Gill

ভাগ্যে যা আছে, সেটা তো হবেই! টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে প্রথম মুখ খুললেন ফিট শুভমন

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শুভমন গিল। মনে করিয়ে দিলেন ২০১১-র পর এক দিনের বিশ্বকাপ জিততে না পারার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৪:০৫
picture of cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর প্রথম বার মুখ খুললেন শুভমন গিল। সূর্যকুমার যাদবের দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছাও জানালেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভমন মনে করিয়ে দিলেন, ২০১১ সালের পর এক দিনের বিশ্বকাপ জিততে না পারার কথাও।

Advertisement

টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক শুভমন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। অথচ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি। তা নিয়ে প্রথম বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শুভমন। শনিবার বডোদরায় তিনি বলেন, ‘‘আমি যেখানে থাকতে চাই, সেখানেই রয়েছি। আমার ভাগ্যে যা আছে তা-ই হবে। কেউ বদলাতে পারবে না। খেলোয়াড় হিসাবে সব সময় আশা করি, দলে থাকব এবং দলকে জেতানোর চেষ্টা করব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। আমাদের দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা।’’

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়কেও গুরুত্ব দিচ্ছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘সব সিরিজ়ই আলাদা, গুরুত্বপূর্ণও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলা সব সময় উপভোগ করি। কোন পরিস্থিতিতে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি কার্যকর হবে, সেটা ঠিক করা গুরুত্বপূর্ণ। সেই মতো প্রথম একাদশ তৈরি করতে হয়। কোনও ফরম্যাটই সহজ নয়। নিউ জ়িল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। মাথায় রাখতে হবে, ২০১১-র পর আমরা এক দিনের বিশ্বকাপ জিততে পারিনি। ভাল ফল করতে হলে ভাল খেলতে হবে। একাগ্রতা বজায় রাখতে হবে।’’

রোহিত কোহলি, বিরাট কোহলির মতো ক্রিকেটারেরা দলে রয়েছেন। অধিনায়ক হিসাবে এটা কি আপনার জন্য চাপের? শুভমন মানতে চাননি। তিনি বলেছেন, ‘‘রোহিতভাই এক দিনের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার। কোহলিভাই এক দিনের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। দু’জনের প্রচুর অভিজ্ঞতা। যে কোনও কঠিন পরিস্থিতিতে ওরা এগিয়ে এসে পরামর্শ দেয়। ওরা দলে থাকলে চাপ তো হয়ই না, বরং আমার সুবিধাই হয়। কাজ সহজ হয়ে যায়। তা ছাড়া আমাদের দলের পরিবেশ দুর্দান্ত।’’

সাংবাদিক বৈঠকে উঠেছে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ব্যর্থতার প্রসঙ্গও। শুভমন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি অভাবেই ব্যর্থতা। অধিনায়ক বলেছেন, ‘‘শেষ দুটো টেস্ট সিরিজ়ের আগে আমরা চার দিন করে সময় পেয়েছি। সাদা বলের সিরিজ়ের পরই টেস্ট সিরিজ় খেলতে হয়েছে। তা-ও এক দেশ থেকে অন্য দেশে গিয়ে। পিচ, পরিবেশের সঙ্গে এত দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা টেস্ট সিরিজ় দুটোর জন্য প্রস্তুতির সময়ই পাইনি। এ ভাবে ভাল করা কঠিন। টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি শিবির দরকার। বিশেষ করে সাদা বলের সিরিজ়ের পর টেস্ট খেলতে হলে অন্তত ১০ দিন সময় দরকার বিশ্রাম এবং প্রস্তুতির জন্য।’’

বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম কোনও আন্তর্জাতিক এক দিনের ম্যাচ হবে রবিবার। নতুন স্টেডিয়াম পছন্দ হলেও পিচের চরিত্র নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন। টস জিতলে শুভমন প্রথমে বল করতে চান। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘পরে বল করলে শিশিরের সমস্যা হবে। পিচের চরিত্র বুঝে নেওয়াও গুরুত্বপূর্ণ। তাই আমরা পরে ব্যাট করতে চাইব। তবে তাতেও চাপ থাকে। রান তাড়া করার চাপ। তবে আমরা সেরা দল নিয়েই খেলব। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

অতীতের সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবতে চাইছেন না শুভমন। আপাতত তাঁর ভাবনায় শুধু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। খেলোয়াড় হিসাবে বর্তমানেই থাকতে পছন্দ করেন শুভমন।

Advertisement
আরও পড়ুন