India vs England

ভারতীয় শিবিরে ধাক্কা, ইংল্যান্ড সিরিজ় শুরুর আগেই আচমকা দেশে ফিরে আসতে হচ্ছে গম্ভীরকে, কী হয়েছে শুভমনদের কোচের?

শুভমন গিলদের শেষ প্রস্তুতি ম্যাচ শুরুর দিনই দেশে ফিরে আসতে হচ্ছে গৌতম গম্ভীরকে। জরুরি কারণে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে দেশে ফিরছেন ভারতীয় দলের কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৪:৩৬
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে শুক্রবার থেকে শেষ প্রস্তুতি ম্যাচ শুভমন গিলদের। এ দিনই লন্ডন থেকে নয়াদিল্লির বিমান ধরবেন কোচ গৌতম গম্ভীর। বিশেষ কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলের কোচকে।

Advertisement

পারিবারিক জরুরি কারণে দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মা সীমা গম্ভীর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বুধবার। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরছেন গম্ভীর। ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতীয় দলের কোচ। বিশেষ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে। মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন। ভারতীয় শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ।

আগামী ২০ জুন হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ় দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ়। তার উপর ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাওস্কর সিরিজ় হেরে চাপে গম্ভীর। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন