India Vs South Africa 2025

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও নামল গম্ভীরের ভারত, চুনকাম হয়ে গম্ভীরের দলের জায়গা এখন পাকিস্তানেরও নীচে

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে নিজেদের অবস্থান আরও মজবুত করল। তারা চারটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে। একটিতে হেরেছে। তাদের শতকরা পয়েন্ট ৭৫.০০। শীর্ষে অস্ট্রেলিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৫:৩০
cricket

গৌতম গম্ভীরের কোচিংয়ে দেশের মাটিতে আরও একটি টেস্ট হারল ভারত। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও লজ্জার মুখে পড়ল ভারত। পাঁচ নম্বরে নেমে গেল ভারত। এখন গৌতম গম্ভীরের দলের জায়গা পাকিস্তানেরও নীচে।

Advertisement

পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৫০। আর ভারতের শতকরা পয়েন্ট ৪৮.১৪। ইডেন টেস্টে হারের পর ভারত চার নম্বরে নেমে গিয়েছিল। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারার ফলে পাঁচ নম্বরে নেমে গেল।

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে নিজেদের অবস্থান আরও মজবুত করল। তারা চারটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে। একটিতে হেরেছে। তাদের শতকরা পয়েন্ট এখন ৭৫.০০। শীর্ষে অস্ট্রেলিয়া। তারা চারটি টেস্ট খেলে চারটিতেই জিতেছে। তাদের শতকরা পয়েন্ট ১০০।

পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্ট খেলে একটিতে জিতেছে এবং একটি ড্র করেছে। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। এর পর পাকিস্তান এবং ভারত। ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড। তারা ছ’টি টেস্ট খেলে দু’টি জিতেছে এবং তিনটি হেরেছে। এর পর বাংলাদেশ, পয়েন্টের শতাংশ ১৬.৬৭। পাঁচ টেস্টের সবক’টা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি।

cricket
Advertisement
আরও পড়ুন