India vs England ODI 2025

দলে আরও উন্নতি চাইছেন রোহিত, বিশ্বকাপের উদাহরণ টানলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জয় রোহিত শর্মার দলকে জেতার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। অধিনায়ক যদিও সিরিজ় জিতে এক দিনের বিশ্বকাপের কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি চান আরও উন্নতি করতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩
Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তিনটি ম্যাচেই জিতল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে জয় রোহিত শর্মার দলকে জেতার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। অধিনায়ক যদিও সিরিজ় জিতে এক দিনের বিশ্বকাপের কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি চান আরও উন্নতি করতে।

Advertisement

ম্যাচের পর রোহিত বলেন, “এই জয় খুবই তৃপ্তির। জানতাম কিছু পরীক্ষার মুখে পড়তে হবে। আমরা সেগুলোর উত্তর দিতে পেরেছি। যে কোনও চ্যাম্পিয়ন দল চায় প্রতি ম্যাচে উন্নতি করতে। আমরাও আগামী ম্যাচে উন্নতি করতে চাই এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দলের প্রত্যেককে নিজের মতো খেলার সুযোগ দিই। বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল। আমরা ফলও পেয়েছিলাম। কিছু সময় হয়তো ঠিক ফল পাওয়া যায় না, কিন্তু সেটা হতেই পারে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন শুভমন গিল। প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসাবে খেলেন। ৬০ রান করেছিলেন সেই ম্যাচে। বুধবার অহমদাবাদে ওপেন করতে নেমে শতরান করলেন। তাঁর ১১২ রানের ইনিংসে ভর করেই ভারত ৩৫৬ রান তোলে। সিরিজ় সেরা হয়েছেন শুভমন। তিনি বলেন, “আমার অন্যতম সেরা ইনিংস এটা। শুরুর দিকে পিচ একটু কঠিন ছিল। পেসারেরা সাহায্য পাচ্ছিল। আমি আর বিরাট সিঙ্গলস নিয়ে খেলার সিদ্ধান্ত নিই। পাওয়ার প্লে-তে উইকেট হারাতে চাইনি আমরা। মাঠে নেমে আমি শুধু পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি।”

রান পাচ্ছেন শ্রেয়স আয়ারও। মিডল অর্ডারে নেমে তিনিও ধারাবাহিক ভাবে রান করছেন। শ্রেয়স ম্যাচ শেষে বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। সাজঘরে সকলে খুবই আনন্দে রয়েছে। তিনটি ম্যাচে প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সঠিক সময়ে রান পেয়েছি আমরা। উইকেটও পেয়েছি।”

Advertisement
আরও পড়ুন