Cheteshwar Pujara

ইংল্যান্ড সিরিজ়ের আগে পুজারা বার্তা দিলেন নির্বাচকদের, ‘আমি থাকলে অস্ট্রেলিয়ায় হারতাম না’

অস্ট্রেলিয়ায় গিয়ে বছরের শুরুতে টেস্ট সিরিজ় হেরে এসেছে ভারত। তবে চেতেশ্বর পুজারার মতে, তিনি দলে থাকলে ভারতকে হারতে হত না। বরং অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ়‌ জয়ের হ্যাটট্রিক করতে পারতেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৭:৪৮
cricket

চেতেশ্বর পুজারা। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় গিয়ে বছরের শুরুতে টেস্ট সিরিজ় হেরে এসেছে ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হয়েছে। তবে চেতেশ্বর পুজারার মতে, তিনি দলে থাকলে ভারতকে হারতে হত না। বরং অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ়‌ জয়ের হ্যাটট্রিক করতে পারতেন তাঁরা।

Advertisement

এক সাক্ষাৎকারে পুজারা বলেছেন, “ওই সিরিজ়‌ে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। সুযোগ পেলে খেলতে তৈরি ছিলাম। আমি থাকলে জয়ের হ্যাটট্রিক করার আপ্রাণ চেষ্টা করতাম। অস্বীকার করব না যে আমাদের সুযোগ ছিল জয়ের।”

পুজারার পাখির চোখ এ বার ইংল্যান্ড সিরিজ়‌। কোচ গৌতম গম্ভীর যেখানে দলে তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন, সেখানে ৩৭ বছরের পুজারা দলে ঢুকতে মরিয়া।

ভারতের ক্রিকেটার বলেছেন, “অবশ্যই দলে জায়গা পেতে চাই। ক্রিকেটার হিসাবে সব সময় ভারতের হয়ে খেলতে চাই। তার জন্য যা যা দরকার সেটাই করছি। যদি দলের আমাকে দরকার হয়, আমি তৈরি। আমি ঘরোয়া ক্রিকেট খেলছি। গত দু’বছর ধরে কাউন্টি ক্রিকেট খেলছি। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রানও করছি। তাই সুযোগ দেওয়া হলে তা দু’হাতে লুফে নেব।”

ইংল্যান্ডে গিয়ে ভারতের সিরিজ়‌ জয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন পুজারা। বলেছেন, “এই দলটার জেতার ভাল সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের দিকে তাকালে বুঝবেন, জেমস অ্যান্ডারসন অবসর নেওয়ার পর ওরা বেশ দুর্বল হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডও প্রথম একাদশে সুযোগ পায় না। তাই ওদের বোলিং বিভাগ বেশ দুর্বল।”

Advertisement
আরও পড়ুন