Women's ODI World Cup 2025

কাদের জন্য বিশ্বকাপ জিততে চান? পাকিস্তানকে হারিয়ে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার জেমাইমা

বিশ্বকাপে পর পর দু’টি ম্যাচ জিতেছে ভারত। এখন থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জেমাইমা রদ্রিগেজ়ের। কাদের জন্য বিশ্বকাপ জিততে চান, জানিয়ে দিলেন ভারতীয় ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১১:৫১
cricket

জেমাইমা রদ্রিগেজ়। —ফাইল চিত্র।

প্রথম বার বিশ্বকাপ জেতার লক্ষ্য ভারতের। শুরুটা ভাল হয়েছে তাদের। পর পর দু’টি ম্যাচ জিতেছে তারা। পাকিস্তানকে হারিয়ে জেমাইমা রদ্রিগেজ় জানিয়েছেন, ভারতের মহিলা ক্রিকেটকে যাঁরা এই জায়গায় এনেছেন, তাঁদের জন্য বিশ্বকাপ জিততে চান তাঁরা।

Advertisement

পাকিস্তানকে হারিয়ে সম্প্রচারকারী চ্যানেলে জেমাইমা বলেন, “আমি প্রথমেই মিঠুদি (মিতালি রাজ) ও ঝুলুদি (ঝুলন গোস্বামী)-র নাম নেব। যখন প্রথম দলে এসেছিলাম ওরা সবচেয়ে সিনিয়র ছিল। সেখান থেকে সময় বদলেছে। এখন হ্যারিদি (হরমনপ্রীত কৌর) ও স্মৃতি (মন্ধানা) সেই দায়িত্ব সামলাচ্ছে। ওরা গোট দলকে এক জায়গায় এনেছে।”

তার পরেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন জেমাইমা। ভারতীয় ব্যাটার বলেন, “আমাদের দলে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে সকলে নিজের পুরোটা দেবে। জেতার জন্য সবরকম চেষ্টা করবে। আমরা এ বার বিশ্বকাপ জিততে চাই। শুধু হ্যারিদি বা স্মৃতির জন্য নয়, মিঠুদি, ঝুলুদি, নীতু ডেভিড ম্যামের জন্য জিততে চাই। এঁরা প্রত্যেকে ভারতের মহিলা ক্রিকেটকে এই জায়গায় এনেছেন।”

এর আগে দু’বার এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠে হেরেছে ভারত। ২০০৪ ও ২০১৭ সালে। দু’বারই অধিনায়ক ছিলেন মিতালি। দু’বারই খেলেছেন ঝুলনও। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি তাঁরা। মিতালিদের সেই স্বপ্ন পূরণ করতে চান জেমাইমারা। সেই পথেই এগোচ্ছেন তাঁরা। ২০১৩ সালের পর আবার ভারতের মাটিতে বসেছে বিশ্বকাপের আসর। দেশের মাটিতে খেলার সুবিধা পাবে ভারত। সেই সুবিধা কাজে লাগাতে চাইছেন জেমাইমারা। এখন দেখার, নিজেদের লক্ষ্য তাঁরা পূরণ করতে পারেন কি না।

Advertisement
আরও পড়ুন