আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
গবেষক নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করছে কেন্দ্রীয় সংস্থা।
প্রতিষ্ঠানের মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)।
প্রকল্পের জন্য এক জন প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁকে আগামী ছ’মাস প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পের কাজ আগে শেষ হলে ফুরোবে কাজের মেয়াদ। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে মাসে সর্বাধিক ৩৫,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের মেটিরিয়ালস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে বিটেক বা এমটেক থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। বাকি শর্ত মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।