এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
বিশ্ব জুড়ে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। মুখের ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই কী ভাবে শনাক্ত করা যায়, তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। এই গবেষণা চলছে পূর্ব ভারতে মানুষের মধ্যে। সে জন্যই কর্মী প্রয়োজন। শুক্রবার কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে এমন জানানো হয়েছে।
প্রতিষ্ঠানে ‘আইডেন্টিফিকেশন অফ মাল্টিঅমিক্স বায়োমার্কার্স অফ ক্যানসার প্রোগ্রেশন বেসড অন ওরাল পোটেনশিয়াল ম্যালিগন্যান্ট লিশিয়ান্স: আ প্রস্পেক্টিভ স্টাডি ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া’ শীর্ষক গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ হেল্থ রিসার্চ-ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল (ডিএইচআর-আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পের জন্য একজন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে নিযুক্ত কাজের মেয়াদ থাকবে এক বছর। যা প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানো হতে পারে।
প্রজেক্ট নার্স পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ডিপ্লোমা (মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি) থাকতে হবে। তা ছাড়া দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে সবিস্তার জানানো হয়েছে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।