ডব্লিউবিএসএএমবি। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি বোর্ডে কর্মখালি। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (ডব্লিউবিএসএএমবি)। জানানো হয়েছে, বোর্ডে বিভিন্ন পদমর্যাদায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বোর্ডে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে। শূন্যপদ ২৩টি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন জানানো যাবে বয়স ৪০ বছরের কম হলে। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পারিশ্রমিক মাসে ৪১,০০০ টাকা এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাসে ২৭,০০০ টাকা।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার পাশাপাশি পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।