প্রতীকী চিত্র।
কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট উত্তীর্ণ হওয়া এমবিএ পড়ার সুযোগ! আর দেশের প্রথম সারির আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট)-এ পড়ার সুযোগ পাওয়া মানেই সুরক্ষিত ভবিষ্যৎ! কারণ, প্রতি মাসে মোটা অঙ্কের বেতন বাঁধা। বুধবার ঘোষণা করা হয়েছে ক্যাট-এর ফলাফল। ম্যানেজমেন্টের স্নাতকোত্তরের এই প্রবেশিকায় লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন ১০০ পার্সেন্টাইল নিয়ে উত্তীর্ণ হয়েছেন। যা গত বছরের তুলনায় কিছুটা কম। তবে ক্যাট-এর মাধ্যমে শুধু যে আইআইএমগুলিতে ভর্তি হওয়া যায় তা নয়, এ কথা হয়তো অনেকরই অজানা।
চলতি বছরের ক্যাট-এর আয়োজন করেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়। আইআইএমগুলিতে ভর্তির জন্য প্রথম ধাপে পরীক্ষার্থীদের ক্যাট-এ প্রাপ্ত নম্বরকেই গুরুত্ব দেওয়া হয়। এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় থাকা প্রথম সারির আইআইএমগুলি-তে এ বার কাট অফ স্থির করা হয়েছে ৮৫-৯৫ পার্সেন্টাইল। এর পর বাকি মধ্যমানের আইআইএমগুলিতেও কাট অফ ৮৫ থেকে ৯০-এর মধ্যে। কিন্তু অন্য ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাট-এর নম্বরের ভিত্তিতে এমবিএ-তে ভর্তি হওয়া যাবে। এর মধ্যে একদিকে যেমন দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) রয়েছে, তেমনি অন্য ম্যানেজমেন্ট বা বিজ়নেস ইনস্টিটিউটও রয়েছে।
এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় চলতি বছরে বেশ কিছু আইআইটি-ও স্থান দখল করে নিয়েছে। এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির সম্ভাব্য কাট অফ নম্বর—
১। আইআইটি দিল্লি— প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সাধারণত ক্যাট-এ ৯০ থেকে ৯৮ এর বেশি পার্সেন্টাইলকে গুরুত্ব দেওয়া হয়।
২। আইআইটি বম্বে— সাধারণত পার্সেন্টাইল স্কোর ৯৭.৫-এর বেশি হয় কাট অফ।
৩। আইআইটি খড়্গপুর—সাধারণত পার্সেন্টাইল স্কোর ৯৫-এর বেশি হলে ভর্তি হওয়া যায় প্রতিষ্ঠানে।
৪। আইআইটি মাদ্রাজ— প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সাধারণত ৯৬ পার্সেন্টাইল ক্যাট স্কোর দরকার।
৫। আইআইটি রুরকি— ক্যাট-এ পার্সেন্টাইল স্কোর ৯৪ থেকে ৯৮-এর মধ্যে হলে ভর্তি হওয়া যায় প্রতিষ্ঠানে।
৫। আইআইটি কানপুর—পরীক্ষার্থীদের ক্যাট-এর পার্সেন্টাইল স্কোর ৯২ থেকে ৯৫-এর মধ্যে হলে ভর্তি হওয়া যায় প্রতিষ্ঠানে।
৬। আইআইটি আইএসএম ধানবাদ— প্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে কাট হয় সাধারণত ৮০-৮৫ পার্সেন্টাইল স্কোর।
পরীক্ষায় অনেকেরই ফল প্রত্যাশিত হয়নি, তাঁদের জন্যও বেশ কিছু আইআইএম বা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকে। যে সমস্ত পরীক্ষার্থীদের পার্সেন্টাইল স্কোর ৮০ থেকে ৯০-এর মধ্যে, তাঁরা ভর্তির সুযোগ পাবেন—
১। আইআইএম সম্বলপুর,
২। আইআইএম ভাইজ়াগ
৩। আইআইএম অমৃতসর
৪। আইআইএম জম্মু
৫। আইআইএম বেঙ্গালুরু
৬। আইআইএম লখনউ
৭। আইআইএম কোজ়িকোড়
৮। আইআইএম মুম্বই
৯। আইআইএম ইনদওর
১০। আইআইএম ত্রিচি
১১। আইআইএম উদয়পুর
১২। আইআইএম রোহতাক
১৩। আইআইএম শ্রীরামুর
১৪। আইএমআই দিল্লি
১৫। গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
১৬। এসপি জেইন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ
পরীক্ষার্থীদের পার্সেন্টাইল স্কোর ৭০ থেকে ৮০-এর মধ্যে হলে ভর্তি হওয়া যাবে—
১। ইকফাই বিজ়নেস স্কুল অফ হায়দরবাদ
২। আইএমএস গাজিয়াবাদ
৩। জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
৪। নিউ দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর মতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে
৫। কেআইআইটি স্কুল অফ ম্যানেজমেন্ট