UGC NET December 2025

ইউজিসি নেট-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত, কোন ওয়েবসাইট থেকে কী ভাবে সংগ্রহ করবেন?

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। পরীক্ষার তিন আগেই প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

পরীক্ষা আয়োজন করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। চলতি বছরের ইউজিসি নেট শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এনটিএ জানিয়েছে, প্রকাশিত অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে নিতে হবে। তথ্যে কোনও ভুল থাকলে পরীক্ষার্থীরা ০১১-৪০৭৫৯০০০ নম্বরে গিয়ে বা ugcnet@nta.ac.in ই-মেল আইডিতে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। একইসঙ্গে এনটিএ জানিয়েছে, পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১) পরীক্ষার্থীদের ugcnet.nta.nic.in -এ যেতে হবে।

২) সেখানে ‘লেটেস্ট নিউজ়’ বিভাগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক দেওয়া থাকবে।

৩) সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের লগ ইন আইডি দিলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

৪) পরীক্ষার্থীদের সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

চলতি বছরের পরীক্ষা নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে। প্রথমার্ধে নেওয়া হবে প্রথম পত্রের পরীক্ষা। মোট নম্বর থাকবে ৫০। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় পত্রের বিষয়ভিত্তিক পরীক্ষায় থাকবে ১০০ নম্বর।

উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন