India Vs South Africa 2025

রোহিতের গাল থেকে চোখের পলক তুলে নিলেন পন্থ! দিলেন রোহিতেরই হাতে, রায়পুরের ডাগ আউটে শর্মার প্রার্থনা

দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুর ঠিক আগেই ঘটে এই ঘটনা। তখন ভারতীয় দল ফিল্ডিং করতে নামার জন্য তৈরি। হঠাৎ এই কাণ্ড ঘটান ঋষভ পন্থ ও রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩১
cricket

(উপরে) রোহিত শর্মার গাল থেকে চোখের পলক তুলে তাঁকে দিচ্ছেন ঋষভ পন্থ। ফুঁ দিয়ে প্রার্থনা রোহিতের (নীচে)। ছবি: এক্স।

রায়পুরে দেখা গেল রোহিত শর্মার সংস্কার। নিজেরই খুলে পড়া চোখের পলক ফুঁ দিয়ে প্রার্থনা করলেন তিনি। কী চেয়েছিলেন রোহিত? ভারতের জয় কি? সেটা অবশ্য হয়নি। হেরেই মাঠ ছাড়তে হয়েছে রোহিতদের।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুর ঠিক আগেই ঘটে এই ঘটনা। তখন ভারতীয় দল ফিল্ডিং করতে নামার জন্য তৈরি। হঠাৎ ঋষভ পন্থ এগিয়ে এসে রোহিতের গাল থেকে চোখের একটি পলক তুলে নেন। তার পর সেটি রোহিতের হাতেই দেন তিনি। রোহিত চোখ বন্ধ করে প্রার্থনা করেন। তার পর ফুঁ দেন। রোহিতের এই কাজের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

তার আগে ব্যাট হাতে দিনটা ভাল য়ায়নি রোহিতের। ওপেন করতে নেমে শুরুটা ভাল করেছিলেন। তিনটি চার মারেন। কিন্তু ১৪ রান করে নান্দ্রে বার্গারের বলে খোঁচা মেরে আউট হন। বাঁহাতি পেসারের বলে অফ স্টাম্পের বাইরে আবার দুর্বলতা দেখা গেল রোহিতের ব্যাটিংয়ে। এখন প্রতিটি ইনিংস রোহিতের কাছে গুরুত্বপূর্ণ। রায়পুরে সুযোগ নষ্ট করায় হতাশ হবেন তিনি।

রোহিত রান না পেলেও বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের শতরানে ৩৫৮ রান করে ভারত। তার পরেও জিততে পারেনি তারা। সেই রান তাড়া করে নেয় দক্ষিণ আফ্রিকা। রাঁচীতে ফিল্ডিং করার সময় রোহিতকে দেখা গিয়েছিল অধিনায়কের ভূমিকায়। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো, সব তিনিই করছিলেন। কিন্তু রায়পুরে তা দেখা যায়নি। হয়তো রান না পেয়ে বিমর্ষ ছিলেন রোহিত। তাই খুব একটা মাথা ঘামাননি তিনি।

Advertisement
আরও পড়ুন