IndiGo Flight Operations Hit

উড়ান বিপর্যয় নিয়ে ইন্ডিগো-কে এ বার শো কজ় করল কেন্দ্র, আঙুল সিইও-র দিকেও

শনিবার ইন্ডিগোর সিইও-কে শো কজ় নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্তৃপক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শুধু তা-ই নয়, এই পরিস্থিতির জন্য তিনিও দায়ী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৫

—প্রতীকী চিত্র।

পর পর পাঁচ দিন ধরে অসংখ্য উড়ান বাতিল। দেশের বিভিন্ন বিমানবন্দরে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে অপেক্ষমান যাত্রীদের। শনিবারও দিনভর অন্তত ৮৫০টি উড়ান বাতিল হয়েছে। এ হেন পরিস্থিতিতে এ বার ইন্ডিগো কর্তৃপক্ষকে শো কজ় করল দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এমন চরম অব্যবস্থা কেন, বিশদে জানতে চাওয়া হল তা-ও।

Advertisement

পর পর পাঁচ দিন ধরে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হওয়া নিয়ে শনিবার বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্তা এবং ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের সঙ্গে দিল্লিতে একটি জরুরি বৈঠকে বসেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। অসামরিক বিমান পরিবহন সচিব সমীরকুমার সিংহ এবং ডিজিসিএ-র প্রধান ফৈজ় আহমেদ কিদওয়াই-ও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বৈঠকের পরেই ইন্ডিগোর সিইও-কে শো কজ় নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্তৃপক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শুধু তা-ই নয়, এই পরিস্থিতির জন্য তিনিও দায়ী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে শো কজ় নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে খবর, শনিবারের বৈঠকে ইন্ডিগোর সিইও-কে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) মেনে চলার বিষয়টি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি, কেন ইন্ডিগো-র এই বিপর্যয়, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন নায়ডু। তদন্ত কমিটিতে রয়েছেন যুগ্ম ডিরেক্টর জেনারেল সঞ্জয় কে ব্রাহ্মণে, ডেপুটি ডিরেক্টর জেনারেল অমিত গুপ্ত, সিনিয়র ফ্লাইট অপারেশন্‌স ইন্সপেক্টর ক্যাপ্টেন কপিল মাঙ্গলিক এবং ডিজিসিএ-এর ফ্লাইট অপারেশন‌্‌স ইন্সপেক্টর ক্যাপ্টেন রামপাল। ১৫ দিনের মধ্যে ওই কমিটির তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। রিপোর্টে গাফিলতি প্রমাণিত হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার হুঁশিয়ারির সুরে নায়ড়ু বলেছেন, “আমরা একটি কমিটি গঠন করেছি। কোথায় গলদ ছিল এবং তার জন্য কে দায়ী ছিল, ওই কমিটি তা খতিয়ে দেখবে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছি। তাই যাঁরা এটার (ইন্ডিগো বিভ্রাট) জন্য দায়ী, তাঁদের এর মূল্য চোকাতে হবে।”

Advertisement
আরও পড়ুন