Rohit Sharma

মন জিতলেন রোহিত, কিশোরী ভক্তের সঙ্গে দেখা করলেন শর্মা, দিলেন বিশেষ উপহার

আরও এক বার মন জিতে নিলেন রোহিত শর্মা। এক কিশোরী ভক্তের সঙ্গে দেখা করলেন তিনি। তাঁকে এক বিশেষ উপহারও দিলেন রোহিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৪:৪৮
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ক্রিকেট কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। বাকি শুধু এক দিনের ক্রিকেট। সেই ফরম্যাটেও রোহিত কত দূর খেলবেন তার নিশ্চয়তা নেই। তার মাঝেই আরও এক বার মন জিতে নিলেন রোহিত। এক কিশোরী ভক্তের সঙ্গে দেখা করলেন তিনি। তাঁকে এক বিশেষ উপহারও দিলেন রোহিত।

Advertisement

এক ভক্ত রোহিতের ছবি এঁকে সমাজমাধ্যমে তা পোস্ট করেন। তিনি জানান, রোহিতের সঙ্গে দেখা করে সেই ছবি তিনি উপহার দিতে চান। কোনও ভাবে সেই খবর পৌঁছেছিল রোহিতের কাছে। কিশোরীকে তিনি নিজেই ডেকে পাঠান। তাঁর সঙ্গে দেখা করেন। কিশোরীর আঁকা ছবি রোহিতের খুব পছন্দও হয়। তবে ছবিটি নেননি তিনি। তাতে সই করে কিশোরীকেই সেটি উপহার হিসাবে ফিরিয়ে দিয়েছেন। রোহিত লিখেছেন, “অনেক ভালবাসা ও শুভেচ্ছা।”

এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। কিশোরী ভক্ত ভাবতে পারেননি, রোহিত তাঁকে ডেকে পাঠাবেন। রোহিতের সঙ্গে দেখা করার পর নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না তিনি। রোহিত তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলেন। শেষে নিজের ছবিতে সই করে সেটাই উপহার দেন তিনি। প্রিয় তারকার কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন কিশোরী।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দেন তিনি। এখন বাকি শুধু এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে সেই লক্ষ্য পূরণ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার মাঝেই এক ভক্তের আশা পূর্ণ করলেন রোহিত।

Advertisement
আরও পড়ুন