India Vs South Africa 2025

শুভমনকে নিয়ে ধোঁয়াশা কাটল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ়ে গিলকে খেলার ছাড়পত্র বোর্ডের চিকিৎসকদের

শুভমন গিলকে ভারতের টি-টোয়েন্টি দলে রাখলেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটল। শুভমনকে খেলার অনুমতি দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

স্বস্তিতে শুভমন গিল। স্বস্তিতে ভারতীয় সমর্থকেরাও। শুভমনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে রাখলেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটল। শুভমনকে খেলার অনুমতি দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা।

Advertisement

ভারতের দল ঘোষণার সময় শুভমনকে রাখা হয়েছিল। তিনি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। শুভমনকে দলে রাখলেও বলা হয়েছিল, চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন তিনি। সেই ছাড়পত্র পাওয়া গিয়েছে।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন শুভমন। সেখানকার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “সেন্টার অফ এক্সেলেন্সে শুভমন নিজের রিহ্যাব ভাল ভাবে করেছে। তিনটে ফরম্যাটে খেলার জন্য যে যোগ্যতামান প্রয়োজন, তা ও পূর্ণ করেছে। তাই ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে।” বোর্ডের ফিজ়িয়ো কমলেশ জৈন, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু ও স্পোর্টস ডিরেক্টর ডক্টপ চার্লসের অধীনে ছিলেন শুভমন। তাঁরাই সব খতিয়ে দেখে তাঁকে খেলা অনুমতি দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টের সময় ঘাড়ে ব্যথা পেয়েছিলেন শুভমন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার পর থেকে মাঠের বাইরে শুভমন। প্রথম টেস্টের বাকিটা ও গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি শুভমন। তাঁর বদলে টেস্টে অধিনায়কত্ব করেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও খেলতে পারেননি শুভমন। তাঁর বদলে নেতৃত্ব সামলেছেন লোকেশ রাহুল। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ফিরছেন। জানিয়ে দিয়েছে বোর্ড।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ৯ ডিসেম্বর কটকে প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লখনউ ও ১৯ ডিসেম্বর অহমদাবাদে হবে পরের চারটি ম্যাচ।

Advertisement
আরও পড়ুন