Smriti Mandhana

প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন স্মৃতি মন্ধনা, কার সঙ্গে সম্পর্ক ভারতের তারকা মহিলা ক্রিকেটারের?

সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা। ২০২০ সাল থেকে তাঁদের সম্পর্ক বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:৩৯
picture of Smriti Mandhana

স্মৃতি মন্ধানা। ছবি: এক্স (টুইটার)।

২০২০ সাল থেকে সম্পর্ক। পাঁচ বছর পর এই প্রথম প্রেমিকের সঙ্গে ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন স্মৃতি মন্ধনা। বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মুচ্চলের সঙ্গে ভারতীয় ক্রিকেটার স্মৃতির এই ছবি এখন ভাইরাল।

Advertisement
Picture of Smriti Mandhana

(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্চল (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

শুক্রবার ছিল মন্ধনার ২৯তম জন্মদিন। সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান পলাশ। তাতে মন্ধনাকে নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘‘এক দম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’’ লেখার সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। উত্তরে ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক।

(বাঁ দিকে) পলাশ মুচ্চল এবং স্মৃতি মন্ধনা (ডান দিকে)।

(বাঁ দিকে) পলাশ মুচ্চল এবং স্মৃতি মন্ধনা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

গত ২২ মে স্মৃতি প্রথম সমাজমাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন। সে দিন ছিল পলাশের জন্মদিন। প্রেমিককে শুভেচ্ছা জানান সে দিন। তখনই দু’জনকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার সেই জল্পনায় এক রকম সিলমোহর পড়ল।

Picture of Smriti Mandhana

(বাঁ দিকে) পলাশ মুচ্চল এবং স্মৃতি মন্ধনা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন মন্ধনা। টি-টোয়েন্টি সিরিজ়ের পর ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে এক দিনের সিরিজ় খেলছেন ভারতের মহিলা দল। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসাবে বিবেচনা করা হয় মন্ধনাকে। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন