Kohli-Pietersen Conversation

পিটারসেনের পুত্রের গায়ে কোহলির জার্সি, ইংরেজ ক্রিকেটারের ছেলেকে উপহার দিলেন বিরাটই

ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ধারাভাষ্যকার হিসাবে এসেছিলেন কেভিন পিটারসেন। তাঁর ছেলে ডিলানকেই সই করা জার্সি উপহার দিলেন কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬
Virat Kohli and Kevin Pietersen

বিরাট কোহলির সঙ্গে আড্ডায় কেভিন পিটারসেন। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছেলেকে উপহার পাঠালেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ধারাভাষ্যকার হিসাবে এসেছিলেন কেভিন পিটারসেন। তাঁর ছেলে ডিলানকেই সই করা জার্সি উপহার দিলেন কোহলি।

Advertisement

ডিলান চিত্রগ্রাহক। বন্য জন্তুর ছবি তুলতে ভালবাসেন তিনি। তবে ক্রিকেটেও আগ্রহ রয়েছে। কোহলি তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার। তাই তাঁর থেকে পাওয়া জার্সি পেয়েই তা পরে ছবি তুলেছেন ডিলান। তাঁর গায়ে একদম সঠিক ভাবে ফিট হয়েছে জার্সিটি। পিটারসেন সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কোহলিকে।

KP Son

বিরাট কোহলির জার্সি গায়ে কেভিন পিটারসেনের পুত্র ডিলান। ছবি: ইনস্টাগ্রাম।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। তৃতীয় ম্যাচে অহমদাবাদে ৩২ রান করেন কোহলি। প্রথম ম্যাচ ছিল নাগপুরে। হাঁটুর চোটের কারণে নাগপুরে খেলতে পারেননি কোহলি। সেই ম্যাচ শেষে তাঁকে এবং পিটারসেনকে বেশ কিছু ক্ষণ আড্ডা দিতে দেখা যায়।

পিটারসেন ধারাভাষ্য দেওয়ার সময় ইংল্যান্ড দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন, জস বাটলারের দল অনুশীলনের চেয়ে গল্‌ফ খেলায় বেশি আগ্রহী। যদিও ইংল্যান্ড সেটা মানতে চায়নি।

Advertisement
আরও পড়ুন