India vs England 2025

লড়াই শেষ, ভাগে ভাগে দেশে ফিরছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা, কেউ কেউ ছুটি কাটাবেন লন্ডনেই

আপাতত বেশ কিছু দিন বিশ্রাম পাবেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। এই মুহূর্তে ভারতীয় দলের কোনও সূচি নেই। আগামী মাসে এশিয়া কাপে আবার দেখা যাবে ভারতীয় দলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ২২:১৪
picture of cricket

ওভাল টেস্ট জয়ের পর প্রসিদ্ধ কৃষ্ণ, শুভমন গিল এবং মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই শেষ। এ বার দেশে ফেরার পালা। মঙ্গলবার থেকে ভাগে ভাগে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। কয়েক জন অবশ্য লন্ডনে ছুটি কাটিয়ে কয়ের দিন পর ফেরার পরিকল্পনা করেছেন।

Advertisement

সোমবার ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয়ের পর উৎসবে মাতে ভারতীয় শিবির। সাজঘরে এক দফা উৎসবের পর হোটেলে ফিরেও আনন্দে মেতেছিলেন শুভমন গিল, মহম্মদ সিরাজেরা। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিমানে উঠেছেন সিরাজ-সহ কয়েক জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুর, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁরা প্রথমে দুবাইয়ে আসবেন। সেখান থেকে যে যাঁর শহরের বিমান ধরবেন। যেমন সিরাজ দুবাই থেকে সরাসরি হায়দরাবাদের বিমানে উঠবেন। শার্দূল উঠবেন মুম্বইয়ের বিমানে।

সোমবার বিকালে অর্শদীপ, প্রসিদ্ধেরা পরিবারের সঙ্গে লন্ডনে ঘুরতে বেরিয়েছিলেন। কুলদীপ যাদব ঘুরতে যান পীযূষ চাওলার সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘‘সোমবার রাতে আর কোনও উৎসব হয়নি ভারতীয় শিবিরে। ক্রিকেটারেরা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কেউ কেউ পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কেউ আবার দেশে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।’’

আপাতত ভারতীয় দলের কোনও সূচি নেই। বেশ কিছু দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। এর পর সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে এশিয়া কাপ খেলবে ভারতীয় দল। সেই প্রতিযোগিতায় টেস্ট দলের অনেকেই হয়তো থাকবেন না। কারণ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

Advertisement
আরও পড়ুন