India vs New Zealand Series 2026

৩ লক্ষ টাকার জল পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে শুভমন! ইনদওরে ‘বিষাক্ত’ পানীয় জলে ২৩ জনের মৃত্যুর পর বাড়তি সতর্কতা

রবিবার ইনদওরে হবে ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়ের ফয়সালা। তার আগে ভারতীয় ক্রিকেটারদের চিন্তা সেখানকার পানীয় জলের মান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩১
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

কয়েক দিন আগেই ‘বিষাক্ত’ পানীয় জলের সংক্রমণে ২৩ জনের মৃত্যু হয়েছে ইনদওরে। সেখানেই রবিবার খেলতে নামবে ভারত-নিউ জ়িল্যান্ড। সিরিজ় নির্ণায়ক ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের চিন্তা সেখানকার পানীয় জলের মান। কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। একটি বিশেষ জল পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে গিয়েছেন ভারতের এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল।

Advertisement

‘এনডিটিভি’ জানিয়েছে, ৩ লক্ষ টাকার জল পরিশোধক যন্ত্র নিয়ে ইনদওরে গিয়েছেন শুভমন। ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানেই নিজের ঘরে সেই যন্ত্র লাগিয়েছেন শুভমন। সেখান থেকেই ক্রিকেটারদের পানীয় জল দেওয়া হচ্ছে। প্যাকেটজাত পানীয় জল বা পরিশোধিত পানীয় জলকে পুনরায় পরিশোধনের ক্ষমতা রয়েছে এই যন্ত্রের।

ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এই বিষয়ে কিছু না জানালেও হোটেল সূত্রে খবর, ক্রিকেটারেরা আগে থেকেই জানিয়েছিলেন, পানীয় জল নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে। এমনকি, স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য রাখা পানীয় জলের দিকেও নজর দেওয়া হবে।

ভারতের বেশ কিছু ক্রিকেটার নিজেদের পানীয় জলের দিকে বিশেষ নজর দেন। যেমন, বিরাট কোহলি। দীর্ঘ দিন ধরে ফ্রান্স থেকে আসে তাঁর পানীয় জল। অন্য কোনও জল তিনি খান না। এ বার গোটা দলের পানীয় জল নিয়ে সতর্ক ম্যানেজমেন্ট। কারণ, এক দিনের সিরিজ়ের পর টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কোনও ক্রিকেটারের যাতে শরীর খারাপ না হয়, সে দিকে সতর্ক ম্যানেজমেন্ট।

ইনদওরে পৌঁছে ভারতীয় দল প্রস্তুতি শুরু করলেও গৌতম গম্ভীর আপাতত মন্দির দর্শনে ব্যস্ত। আগের দিন তিনি গিয়েছিলেন উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে। শনিবার তিনি বগলামুখী মন্দিরে গিয়েছেন। শনিবার কোহলি, কুলদীপ যাদব ও লোকেশ রাহুল গিয়েছেন মহাকালেশ্বর মন্দিরে।

Advertisement
আরও পড়ুন