India vs England 2025

হারার পর দিনই ভারতীয় দল থেকে ছাঁটাই জোরে বোলার, কাকে ছেড়ে দেওয়া হল?

হেডিংলে টেস্টের সময় দলের সঙ্গে ছিলেন জোরে বোলার। কিন্তু দল বার্মিংহাম যাওয়ার বাসে উঠলেও সেখানে তাঁকে দেখা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২১:৫১
Gautam Gambhir and Shubman Gill

গৌতম গম্ভীর এবং শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল হর্ষিত রানাকে। প্রথমে ১৮ জনের দলে রাখা হয়নি তাঁকে। পরে দলে নেওয়া হয়। কিন্তু একটি টেস্ট হওয়ার পরেই ছেড়ে দেওয়া হল। কেন নেওয়া হল, কেনই বা ছেড়ে দেওয়া হল হর্ষিতকে?

Advertisement

হেডিংলে টেস্টের সময় দলের সঙ্গে ছিলেন হর্ষিত। কিন্তু দল বার্মিংহাম যাওয়ার বাসে উঠলেও, সেখানে তাঁকে দেখা যায়নি। বার্মিংহাম যেতে সময় লেগেছে তিন ঘণ্টা। সেখানেই দু’দিন বিশ্রাম নেবে দল। দ্বিতীয় টেস্টের আগে হর্ষিতকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে কোচ গৌতম গম্ভীর বলেন, “প্রধান নির্বাচকের সঙ্গে আমার কথা হয়নি। আমি কথা বলব। দলে কয়েক জনের চোট ছিল। সেই জন্য হর্ষিতকে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে আর কারও চোট নেই। হয়তো সেই কারণে ছেড়ে দেওয়া হয়েছে।”

হেডিংলেতে দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করেও হেরে যায় ভারত। পাঁচটি শতরান করেন ভারতের চার ব্যাটার। কিন্তু ভারত হেরে যায় ৫ উইকেটে। ক্রিকেটের ইতিহাসে প্রথম বার এমন ঘটেছে। টেস্টের শেষ দিনে ৩৭১ রান তাড়া করে জিতে যায় ইংল্যান্ড।

Advertisement
আরও পড়ুন