Jasprit Bumrah

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে বার্তা বুমরাহের, দিলেন দুঃসংবাদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। সেই কথা মাথায় রেখেই বোর্ডের সঙ্গে কথা বললেন বুমরাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১১:৪৫
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে দুঃসংবাদ। জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিলেন তিনি তিনটির বেশি টেস্ট খেলবেন না। এমনটাই জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। যে চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলেও শুরুর দিকে খেলানো হয়নি বুমরাহকে। চোট সারিয়ে মাঠে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট বুমরাহ খেলতে চাইছেন না বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। প্রথম এবং শেষ টেস্টে রোহিত শর্মা না খেলায় দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে রোহিত অবসর নিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহকে অধিনায়ক হিসাবে না দেখার সম্ভাবনাই বেশি। তাঁকে অধিনায়ক না করার নেপথ্যে মূল কারণ অবশ্যই পাঁচটি টেস্টে না খেলা।

ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন শুভমন গিল। যদিও এর আগে ভারতের টেস্ট দলকে কখনও নেতৃত্ব দেননি তিনি। সাদা বলের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক শুভমন। টেস্টে তিনি অধিনায়ক হলে সহ-অধিনায়ক হতে পারেন ঋষভ পন্থ। শুভমন এবং পন্থ এর আগে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে টেস্ট দলে দু’জনেই নিয়মিত সদস্য।

Advertisement
আরও পড়ুন