India vs England 2025

চতুর্থ টেস্টে ভারতীয় দলে তিন বদল, অভিষেক হচ্ছে এক জনের, কোন ১১ জনকে নিয়ে খেলছেন শুভমনেরা

চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির। বাধ্য হয়েই প্রথম একাদশে তিনটি পরিবর্তন করতে হয়েছে শুভমন গিলদের। এক জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে ম্যাঞ্চেস্টারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:১০
শুভমন গিল।

শুভমন গিল। —ফাইল চিত্র।

তৃতীয় টেস্টের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে চতুর্থ টেস্টের দল সাজিয়েছে ভারত। এক জনের অভিষেক হচ্ছে ম্যাঞ্চেস্টারে। প্রথম একাদশে ফিরেছেন শার্দূল ঠাকুর এবং সাই সুদর্শন। প্রথম টেস্ট খেলছেন অংশুল কম্বোজ। প্রথম একাদশের বাকি আট জন খেলেছেন লর্ডসে।

Advertisement

চোটের জন্য খেলতে পারছেন না আকাশদীপ এবং নীতীশ কুমার রেড্ডি। তাঁদের পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে। পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন করুণ নায়ারও। আকাশদীপের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন অ‌ংশুল। এই প্রথম টেস্ট খেলছেন তিনি। সিরিজ় থেকে ছিটকে যাওয়া নীতীশের জায়গায় খেলছেন শার্দূল। আর করুণের জায়গায় প্রথম একাদশে এসেছেন সাই সুদর্শন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও খেলা হচ্ছে না বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের।

ভারতের হয়ে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। প্রথম তিনটি টেস্টের মতোই ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন হচ্ছে না ভারতের। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে আছেন সুদর্শন। চার নম্বরে অধিনায়ক শুভমন। পাঁচ নম্বরে নামবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর পর ছ’নম্বরে আসবেন রবীন্দ্র জাডেজা। সাত নম্বরে আছেন ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং অর্ডারের আট নম্বরে শার্দূল। নয় থেকে ১১ পর্যন্ত ব্যাট করতে আসবেন তিন জোরে বোলার। যথাক্রমে আসবেন অংশুল, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

Advertisement
আরও পড়ুন