ICC Women ODI World CUP 2025

রবিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ফুরফুরে ভারত! রিঙ্কু-কুলদীপের ‘বিস্কুট’ ভিডিয়ো নিয়ে মজা বাংলার রিচার

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারতীয় মহিলা দলের। তার আগে হালকা মেজাজে রয়েছে হরমনপ্রীত কৌরেরা। কলম্বো যাওয়ার পথে বিমানবন্দরেও রসিকতায় মাতেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:২৬
picture of cricket

রিচা ঘোষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে এক দিনের বিশ্বকাপ শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে সহজ জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন হরমনপ্রীত কৌরেরা। গুয়াহাটি ছাড়ার আগে বিমানবন্দরে তাঁদের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের রসিকতায় মজেছেন সকলে মিলে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মহিলা দলের মজার মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে। ভারতীয় মহিলা দলের এক সাপোর্ট স্টাফ রিচাকে প্রশ্ন করেন, ‘‘১০ টাকার এক প্যাকেট বিস্কুটের দাম কত?’’ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া মিমের প্রশ্ন শুনে প্রথমে অবাক হলেও হেসে ফেলেন রিচা। মজার ছলে পাশে বসা এক সতীর্থকে কয়েকটা চাপড় মারেন। তাঁর সঙ্গে হেসে ওঠেন হরমনপ্রীত, হারলিন দেওলেরাও। গোটা ঘটনাটি ভিডিয়ো করেছেন দীপ্তি শর্মা। উল্লেখ্য, এশিয়া কাপের সময় একই রকম ভিডিয়ো করেছিলেন রিঙ্কু সিংহ এবং কুলদীপ যাদব।

এক দিনের বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী রবিবার কলম্বোয় ফতিমা সানাদের মুখোমুখি হবেন হরমনপ্রীতেরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে চাপে রয়েছে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হরমনপ্রীতদের হাত মেলাতে বারন করেছে বিসিসিআই।

Advertisement
আরও পড়ুন