India vs England 2025

চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশদীপও, চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবিরে স্বস্তি সুস্থ পন্থ

ক্রমশ লম্বা হচ্ছে ভারতীয় শিবিরের চোট-আঘাতের তালিকা। অর্শদীপ সিংহ, নীতীশ কুমার রেড্ডির পর এ বার চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশদীপ। তবে চোট সারিয়ে ফিট ঋষভ পন্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৮:৩১
Picture of Akashdeep

আকাশদীপ। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশদীপ। বাংলার জোরে বোলার চোট পেয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমকে অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে আকাশদীপকে পাওয়া যাবে না। তাঁকে নিয়ে ভারতের তিন ক্রিকেটার চোট পেলেন। একটি সুখবরও দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। চতুর্থ টেস্টে উইকেটরক্ষক হিসাবে থাকছেন ঋষভ পন্থই।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের হয়ে খেলেছিলেন আকাশদীপ। ১০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। শুভমন গিলদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার পর তৃতীয় টেস্টও খেলেন। কিন্তু চতুর্থ টেস্ট খেলা হবে না আকাশদীপের। তৃতীয় টেস্ট খেলার সময় চোট পান। সম্পূর্ণ ফিট হতে আরও কিছু দিন সময় লাগবে তাঁর। তাই ম্যাঞ্চেস্টার টেস্টে তিনি খেলতে পারবেন না। আকাশদীপের চোট নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা।

পাঁচ টেস্টের সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। একের পর এক ক্রিকেটারের চোট উদ্বেগ বৃদ্ধি করছে। পরিস্থিতি সামলাতে হরিয়ানার জোরে বোলার অংশুল কম্বোজকে দলে নেওয়া হয়েছে। বুধবার ম্যাঞ্চেস্টারে তাঁর টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। বুমরাহ এবং মহম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় জোরে বোলার হিসাবে সম্ভবত তিনি থাকবেন প্রথম একাদশে। বিবেচনায় আছেন প্রথম দু’টি টেস্টে খেলা প্রসিদ্ধ কৃষ্ণও। বুধবার সকালে পিচ দেখার পর চূড়ান্ত একাদশ বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন শুভমন।

চতুর্থ টেস্টের আগেই আঙুলের চোট সারিয়ে ফিট ঋষভ। ম্যাঞ্চেস্টারে তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার পন্থ স্বাভাবিক অনুশীলন করেছেন। ফিল্ডিং অনুশীলনের সময় পন্থই ছিলেন উইকেটের পিছনে। স্লিপে পর পর ছিলেন করুণ নায়ার, লোকেশ রাহুল, শুভমন এবং সাই সুদর্শন। ফিল্ডিং অনুশীলনের পর পন্থ বেশ কিছু ক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছেন। কোনও ক্ষেত্রেই সমস্যা হয়নি তাঁর।

পন্থ ফিট হয়ে গেলেও তৃতীয় টেস্টের প্রথম একাদশে দু’টি পরিবর্তন করতেই হবে ভারতকে। লর্ডসে খেলেছিলেন আকাশদীপ এবং নীতীশ। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন কম্বোজ এবং সুদর্শন। বাকি দলে পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। যদিও ভারতীয় শিবির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

Advertisement
আরও পড়ুন