BCCI

ভারতীয় বোর্ডের দফতরে চুরি! খোয়া গিয়েছে সাড়ে ৬ লাখের আইপিএল জার্সি, অপরাধী কে?

গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনাটি নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় সন্দেহ হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। এক নিরাপত্তাকর্মীর সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:১০
picture of cricket

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর সফতর। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতর থেকে চুরি সাড়ে ৬ লাখ টাকা মূল্যের আইপিএল জার্সি। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলি বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ে বিসিসিআইয়ের দফতর থেকে খোয়া গিয়েছিল আইপিএলের ২৬১টি জার্সি। সবগুলিই ২০২৫ সালের আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গিয়েছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত ১৭ জুন মুম্বইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা। চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ফারুক নামে এক নিরাপত্তাকর্মীকে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন।

পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেন। জেরায় জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীকে জার্সিগুলি বিক্রি করেন ধৃত। হরিয়ানার ব্যবসায়ীকে জার্সিগুলি ফারুক কত টাকায় বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।

ওই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলি চুরি করা হয়েছে। ফারুক নাকি তাঁকে বলেছিলেন, বিসিসিআই দফতরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলি তাঁকে বিক্রি করে দিতে বলা হয়েছে। ফারুকের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চুরি হওয়া জার্সিগুলি ক্রিকেটারদের না সমর্থকদের, তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন